ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চব্বিশের শহীদ-আহত পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১২৭ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

চব্বিশের আন্দোলনে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবার শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন। এই সময় তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহ্মেদ শান্তের বাবা মো. জাকির হোসেন, এবং চব্বিশের জুলাই গণআন্দোলনে আহত মো. ফারহান জামিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, এবং শহীদ মীর মুগ্ধের ছোট ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি সদ্য বিএনপিতে যোগদান করেছেন।

শহীদ ও আহত পরিবারগুলো এই অঙ্গীকারের মাধ্যমে দলের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আগামী রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নেবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

চব্বিশের শহীদ-আহত পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

চব্বিশের আন্দোলনে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবার শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন। এই সময় তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহ্মেদ শান্তের বাবা মো. জাকির হোসেন, এবং চব্বিশের জুলাই গণআন্দোলনে আহত মো. ফারহান জামিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, এবং শহীদ মীর মুগ্ধের ছোট ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি সদ্য বিএনপিতে যোগদান করেছেন।

শহীদ ও আহত পরিবারগুলো এই অঙ্গীকারের মাধ্যমে দলের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আগামী রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নেবেন বলে জানিয়েছেন।