সড়ক বন্ধ করে টুর্নামেন্ট আয়োজন, লোহাগাড়ায় সমালোচনার ঝড়
- Update Time : ১০:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ১৭৪ Time View
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জনগুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্ণেল অলি আহামদ (বীর বিক্রম) স্টেডিয়ামে শুরু হয়েছে “উপজেলা প্রশাসন কাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট”। তবে টুর্নামেন্টের আয়োজন ঘিরে স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম পাশে টিনের বেড়া দিয়ে ব্যস্ততম শাহপীর সড়কটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় টিনের বেড়া দিয়ে পুরো সড়ক অবরুদ্ধ করা হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দা, রোগী পরিবহন ও পণ্যবাহী যানবাহনকে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে। এতে দরবেশহাট ডিসি সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট চলবে। শাহপীর সড়কটি লোহাগাড়া সদর, পুটিবিলা, কলাউজান, চরম্বা ইউনিয়নসহ পার্বত্য বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ। সড়ক বন্ধ থাকায় ওইসব এলাকার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
এছাড়া মাঠসংলগ্ন বিল্লাহ পাড়া, সরকার পাড়া, দরবেশহাট, সওদাগর পাড়া এলাকার বাসিন্দা এবং দরবেশিয়া জামে মসজিদের মুসল্লিরাও ভোগান্তির শিকার হচ্ছেন।এক ব্যবসায়ী মো.সাকিব বলেন,
জনগুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে টুর্নামেন্ট আয়োজন সত্যিই অযৌক্তিক। এতে মানুষ চরম কষ্ট পাচ্ছে, কিন্তু কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
খেলা দেখতে আসা এক ছাত্র রাকিব ইমতিয়াজ নাহিয়ান জানান,আমার বাসার পাশেই মাঠ। কিন্তু পকেটে টাকা না থাকায় আমাকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ক্রীড়ার স্বার্থে এবং খেলা দেখার সুবিধার্থে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। লোহাগাড়ায় নতুন কিছু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম বলেন,বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































