সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক-১
- Update Time : ০২:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৪৮ Time View
সিলেট নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মিছিলে ১৫-২০ জন নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ওমর ফারুক (২৪) এসএমপির এয়ারপোর্ট থানার সুবিদ বাজারের (হাজী পাড়া) সিফত মিয়ার পুত্র। সে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলওয়ার হোসেন রাহী শুক্রবার বিকেলে তার ‘Dilowar Hussain Rahi’ নামক ফেসবুক আইডিতে প্রথম মিছিলের ভিডিও প্রকাশ করেন। সেখানে ক্যাপশনে উল্লেখ করেন- “অনেকদিন পর আবারও সিলেটের রাজপথে। অসংখ্য ধন্যবাদ সাহসী যোদ্ধাদের, যারা ঝুঁকি নিয়ে রাজপথে সঙ্গ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
মিছিলে নেতৃত্ব দেন রাহী। মিছিলে অংশ নেওয়া দু-তিনজন ছাড়া অধিকাংশ নেতা-কর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল। দেখা যায় এমসি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশকে। আর বাকিদের চেনা যায় নি।
মিছিলের ব্যানারে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের ছবি দেখা যায়। রাহী ও টেলেন্ট রনজিত সরকারের গ্রুপের নেতা ছিলেন। এসময় মিছিলে রাহী ও টেলেন্ট সহ অন্যরা স্লোগান দেন ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই মিছিলের পরে আমরা একজনকে আটক করেছি। বাকিদের ধরতে অভিযানে রয়েছি আমরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































