লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণায় জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা
- Update Time : ০৫:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৬৬০ Time View
লক্ষ্মীপুরে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বাংলাদেশ জামায়ত ইসলামের নেতাকর্মীরা শুক্রবার (৭ নভেম্বর) সকালে ব্যাপক মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে। জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রচুর নেতাকর্মী অংশ নেন।
শোভাযাত্রার সময় রুহুল আমিন ভূঁইয়া বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। লক্ষ্মীপুরের ৪টি আসনে আমাদের প্রার্থী অংশগ্রহণ করবেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে দাঁড়িপাল্লায় ভোট চাইতেই আজকের শোভাযাত্রা। আমরা মানুষকে জানাতে চাই যে জামায়াত তাদের পাশে রয়েছে।”
জানা গেছে, শোভাযাত্রা লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়পুরের হায়দরগঞ্জ, উপজেলা শহর হয়ে পানপাড়া ও পালেরহাট এলাকায় ঘুরে পুনরায় লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক ঘুরে জনগণকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বক্তব্য ও পতাকা প্রদর্শন করা হয়।
শোভাযাত্রায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীর, সেক্রেটারি ফয়েজ আহ্মদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর নাজমুল হক ও সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা মাইকযোগে স্থানীয় মানুষকে আগামী নির্বাচনে সমর্থনের আহ্বান জানান।
জামায়াতের নেতারা জানিয়েছেন, এই ধরনের শোভাযাত্রা শুধু ভোট প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা আশা প্রকাশ করেন, এই প্রচারণা আগামী নির্বাচনে প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটারদের কাছে তাদের কার্যক্রম তুলে ধরবে।
শোভাযাত্রার শেষপর্বে বিভিন্ন নির্বাচনী প্রচারণার ব্যানার ও পোস্টার প্রদর্শন করা হয় এবং স্থানীয় জনগণও সমর্থনের হাততালি ও সাড়া দিয়ে অংশ নেন।


























































































































































































