টঙ্গীতে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন
- Update Time : ০২:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৬০৯ Time View
গাজীপুরের টঙ্গীতে ৮০ ও ৯০ দশকের প্রখ্যাত কলমযোদ্ধা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাব-এডিটর, সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার প্রধান সম্পাদক এবং টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬ নভেম্বর বাদ মাগরিব গাজীপুরের টঙ্গীর শুচি পাঠচক্র ও পাঠাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজাহান শোভন।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম. নূরুল ইসলাম ও সৈয়দ আতিক, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ, সাংস্কৃতিক সংগঠক শেকানুল ইসলাম শাহী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, কাদেরিয়া টেক্সটাইলস মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারুল হক, নাট্য পরিচালক আজিজ টিপু, সুজন গাজীপুর মহানগর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, কবি শাহীন কাওসার, কবি আতিক শাহরিয়ার, কবি ফুয়াদ সরকার, অভিনেতা রাফিজুল ইসলামসহ অনেকেই। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাই হাসান আল মামুনুর রশিদ ও ছেলে সোহান।
বক্তারা বলেন, সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু ছিলেন টঙ্গীর সাংবাদিক সমাজের এক প্রেরণাদায়ক ব্যক্তিত্ব। তিনি ছিলেন নির্ভীক, সদা হাসোজ্জ্বল এবং সহকর্মীদের প্রকৃত বন্ধু। তাঁর অবদান টঙ্গীর সাংবাদিকতায় আজও স্মরণীয়।
আলোচনা শেষে মরহুম শাহজাহান সিরাজ সাজুর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ওয়াজ উদ্দিন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন ও মাহবুব তরফদারের রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































