আমার পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার অপেক্ষায় আছি: পরীমণি
- Update Time : ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৫১৭ Time View
অবশেষে মুক্তির মিছিলে নাম লেখাল পরী মণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণা শুরুর ঘোষণা দিতে এসে নিজের অভিজ্ঞতার ঝুলি খুললেন এই চিত্রনায়িকা। জানালেন, এই সিনেমায় নিজের পঞ্চাশ বছর বয়সী রূপ দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রচারণার শুরুতেই ভক্তদের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে পরী মণিকে। তিনি জানান, ইনবক্সে ভক্তরাই তাকে ‘ডোডোর গল্প’ মুক্তির খবর পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ভীষণ এক্সাইটেড উল্লেখ করে পরী বলেন, “ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। প্রমোশনটা যে আপনাদের (ভক্তদের) হাত ধরে শুরু হয়েছে, এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার।”
‘ডোডোর গল্প’ সিনেমার অভিজ্ঞতাকে ‘লাইফটাইম এক্সপেরিয়েন্স’ হিসেবে অভিহিত করেছেন পরী মণি। তিনি জানান, ছবিটির কাজ দুই বছর আগে শেষ হলেও এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।
সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে পরী মণি বলেন, ‘এখানে বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে পঞ্চাশ বছরের বেশি বয়স পর্যন্ত। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেরকম একটা লুক দিয়েছি। আমি ওই পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার জন্যই বেশি অপেক্ষা করছি যে, কখন এই লুকটা আসবে এবং সিনেমার শেষ অংশটা।’
তবে সিনেমার গল্প নিয়ে খুব বেশি কিছু এখনই ফাঁস করতে চান না নায়িকা। সংবাদ সম্মেলনের একপর্যায়ে কিছুটা রহস্যময় ভঙ্গিতে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, তাহলে আমি অনেক কিছু বলে দেবো।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়




































































































































































































