পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানো হচ্ছে
- Update Time : ১০:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৩০৮ Time View
পাকিস্তানের সামরিক কাঠামোয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে পাকিস্তান সরকার সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত ২৭তম সংশোধনীতে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ও নেতৃত্বে নতুন ব্যবস্থা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার শিগগিরই এই সংশোধনী সংসদে উপস্থাপন করতে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা আরও বিস্তৃত হতে পারে। যা পাকিস্তানের বেসামরিক রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাবকে আরও দৃঢ় করবে। দীর্ঘদিন ধরেই সামরিক ও বেসামরিক শাসনের টানাপড়েনে থাকা পাকিস্তানে সেনাবাহিনীর সরাসরি প্রভাব। সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণকে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে দেখা হয়।
সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জানিয়েছেন, সরকার এই সংশোধনী পাসের জন্য তার দলের সমর্থন চাইছে।
অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সেনেটে বক্তব্যে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সরকার খুব শিগগিরই ২৭তম সংবিধান সংশোধনী সংসদে উপস্থাপন করবে। তিনি আরও বলেন, আমরা সংবিধান ও আইন অনুযায়ীই পুরো প্রক্রিয়া সম্পন্ন করব।
পাকিস্তানি সংবিধান অনুসারে, সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থন আবশ্যক।
বর্তমানে জাতীয় পরিষদের ২৩৩টি আসন সরকারের নিয়ন্ত্রণে আছে। সিনেটে তাদের অবস্থান তুলনামূলক ভাবে দুর্বল ৯৬ আসনের মধ্যে হাতে রয়েছে মাত্র ৬১টি। তাই সংশোধনী পাসে সরকারের অন্তত তিনজন বিরোধী সিনেটরের সমর্থন প্রয়োজন হবে।
বিশ্লেষকদের ধারণা, সরকার জামিয়াত উলেমা-ই-ইসলাম (ফজল) দলের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। যা এই প্রক্রিয়ায় ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































