ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ফের গুলি, অটোরিকশা চালক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৩২৪ Time View

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় গণসংযোগে গুলি করে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার না হতেই সেখানে আবারও গুলিতে একজন অটোরিকশা চালক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে বায়েজিদের চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত চালক।

তবে পুলিশ রাত সাড়ে আটটা পর্যন্ত ঘটনার সত্যতা পাননি বলে দাবি করেছেন। আহত ইদ্রিস আলী (৩৭) নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় অটোরিকশা চালক ইদ্রিস আলী হাসপাতালে এসেছেন। তার বাম পা আগে থেকে কাটা। সেই পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ ছিলেন তিনি।

ইদ্রিস আলীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নগর পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, ‌‘হাসপাতাল থেকে খবর পেয়ে থানার একটি টিমকে চালিতাতলীতে পাঠানো হয়েছে। সেখানে এ ধরনের কোনো ঘটনার কথা কেউ বলতে পারছেন না। আরেকটা টিম হাসপাতালে পাঠিয়েছি অটোরিকশা চালক কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা জানতে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে হত্যা করা হয়। এতে প্রার্থী এরশাদ উল্লাহসহ চারজন গুলিবিদ্ধ হন।

Please Share This Post in Your Social Media

চট্টগ্রামে ফের গুলি, অটোরিকশা চালক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় গণসংযোগে গুলি করে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার না হতেই সেখানে আবারও গুলিতে একজন অটোরিকশা চালক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে বায়েজিদের চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত চালক।

তবে পুলিশ রাত সাড়ে আটটা পর্যন্ত ঘটনার সত্যতা পাননি বলে দাবি করেছেন। আহত ইদ্রিস আলী (৩৭) নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় অটোরিকশা চালক ইদ্রিস আলী হাসপাতালে এসেছেন। তার বাম পা আগে থেকে কাটা। সেই পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ ছিলেন তিনি।

ইদ্রিস আলীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নগর পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, ‌‘হাসপাতাল থেকে খবর পেয়ে থানার একটি টিমকে চালিতাতলীতে পাঠানো হয়েছে। সেখানে এ ধরনের কোনো ঘটনার কথা কেউ বলতে পারছেন না। আরেকটা টিম হাসপাতালে পাঠিয়েছি অটোরিকশা চালক কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা জানতে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে হত্যা করা হয়। এতে প্রার্থী এরশাদ উল্লাহসহ চারজন গুলিবিদ্ধ হন।