রাশিয়ার হীরা রপ্তানি ভারতে দ্বিগুণ, তবে এখনও চতুর্থ স্থানে
- Update Time : ১২:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ২১৭ Time View
রাশিয়া ২০২৫ সালের আগস্টে ভারতে হীরার রপ্তানি দ্বিগুণ করেছে। রাশিয়ার সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, আগস্টে রাশিয়া ভারতে ৩ কোটি ১৩ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা ২০২৪ সালের আগস্টে ১ কোটি ৩৪ লাখ ডলারের দ্বিগুণ।
২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাশিয়া ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলারের হীরা রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ে রপ্তানির তুলনায় ৪০ শতাংশ বেশি।
তবুও, রাশিয়া এখনও ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ নয়। সংযুক্ত আরব আমিরাত ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলারের হীরা রপ্তানি করেছে। হংকং ১৭ কোটি ৩১ লাখ ডলারের এবং যুক্তরাষ্ট্র ১৪ কোটি ৩ লাখ ডলারের হীরা রপ্তানি করেছে। রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।
বিশ্বব্যাপী পলিশবিহীন হীরার রপ্তানিতে রাশিয়ার অবস্থান শক্তিশালী। অন্যদিকে, হীরা পলিশিং ও কাটিং শিল্পে ভারত শীর্ষে, বিশেষত পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে। প্রতি বছর এখানকার শিল্পে হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি৭ দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ২০২২ সাল থেকে রাশিয়ার হীরা রপ্তানি খাত সংকটে রয়েছে। তবে ২০২৫ সালের আগস্টে আলরোসা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করা হয়েছে।
সূত্র : আরটি
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































