ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সংকটাপন্ন ৫ ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ২৫৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঘোষণা করেছে যে একীভূত হতে যাওয়া পাঁচটি সংকটাপন্ন ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন আজ থেকে স্থগিত থাকবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

একীভূত ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি পাঠিয়ে তাদের ‘টিকে থাকতে অক্ষম’ ঘোষণা করে। এছাড়া ব্যাংকগুলোকে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

একীভূতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে আনুমানিক দুই বছর সময় লাগতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে যে ক্ষুদ্র আমানতকারীরা (২ লাখ টাকার পর্যন্ত) এক মাসের মধ্যে তাদের টাকা তোলার সুযোগ পাবেন। বৃহৎ আমানতকারীরা ধাপে ধাপে তাদের অর্থ ফেরত পাবেন।

পরিকল্পনা অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার দেবে এবং ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটির মালিক ছিলেন এস আলম এবং একটি ব্যাংকের মালিক ছিলেন নজরুল ইসলাম মজুমদার। আগের সময়ে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা তোলা হয়, যার ফলে আর্থিক অবস্থার অবনতি ঘটে।

বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে, যারা ব্যাংকগুলো পরিচালনা করবেন এবং প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

সংকটাপন্ন ৫ ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১২:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঘোষণা করেছে যে একীভূত হতে যাওয়া পাঁচটি সংকটাপন্ন ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন আজ থেকে স্থগিত থাকবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

একীভূত ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি পাঠিয়ে তাদের ‘টিকে থাকতে অক্ষম’ ঘোষণা করে। এছাড়া ব্যাংকগুলোকে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

একীভূতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে আনুমানিক দুই বছর সময় লাগতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে যে ক্ষুদ্র আমানতকারীরা (২ লাখ টাকার পর্যন্ত) এক মাসের মধ্যে তাদের টাকা তোলার সুযোগ পাবেন। বৃহৎ আমানতকারীরা ধাপে ধাপে তাদের অর্থ ফেরত পাবেন।

পরিকল্পনা অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার দেবে এবং ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটির মালিক ছিলেন এস আলম এবং একটি ব্যাংকের মালিক ছিলেন নজরুল ইসলাম মজুমদার। আগের সময়ে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা তোলা হয়, যার ফলে আর্থিক অবস্থার অবনতি ঘটে।

বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে, যারা ব্যাংকগুলো পরিচালনা করবেন এবং প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে।