গাজা থেকে আরও এক ইসরায়েলি বন্দির লাশ ফেরত দিল হামাস
- Update Time : ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৩০৫ Time View
গাজায় থাকা আরও এক ইসরায়েলি বন্দির লাশ ইসরায়েলের কাছে ফেরত দিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় লাশটি হস্তান্তর করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বুধবার আরও এক জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়া হয়। এ নিয়ে ইসরায়েলের কাছে মোট ২২ জন নিহত জিম্মির লাশ হস্তান্তর করল হামাস।
চুক্তির শর্ত অনুযায়ী, হামাস আরও ৬ জনের লাশ ফেরত দেবে—যার মধ্যে রয়েছেন একজন থাই নাগরিক, একজন নেপালি নাগরিক এবং বাকি চারজন ইসরায়েলি।
গত মাস থেকেই মৃত ইসরায়েলি জিম্মিদের দেহ ফেরত দিচ্ছে হামাস। যুদ্ধবিরতির শর্তানুযায়ী, মোট ২৮ জনের লাশ ফেরত দেওয়ার বিষয়ে আগেই সম্মত হয়েছিল সংগঠনটি।
অপরদিকে, ইসরায়েল অভিযোগ করেছে—হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে মৃত বন্দিদের লাশ ফেরাতে। তবে হামাসের দাবি, ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার কঠিন হয়ে পড়েছে, তাই সময় লাগছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। একইসঙ্গে গাজায় মানবিক সহায়তা বাড়ানো ও সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। যুদ্ধবিরতি চলাকালেও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে।
সূত্র- আলজাজিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































