ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
স্ত্রীর সঙ্গে বিবাদের পর

ছেলেকে বাংলাদেশ সীমান্তে ফেলে পালালেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২৯৫ Time View

স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সীমান্ত এলাকায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে পিন্টু ঘোষ নামে ওই ব্যক্তি ছেলেকে নিয়ে সীমান্ত এলাকায় গিয়ে তাকে একা ফেলে রেখে চলে যান। কিছুক্ষণ পর শিশুটি আতঙ্কে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং বসিরহাট থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায় এবং পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। জানা যায়, শিশুটির বাড়ি উত্তর চব্বিশ পরগনার আশোকনগর থানার কাঠপোল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিন্টু ঘোষ ও তাঁর স্ত্রী মাধবী ঘোষ প্রায়ই পারিবারিক কলহে জড়াতেন। সম্প্রতি বড় ধরনের ঝগড়ার পর মাধবী ঘোষ বাবার বাড়ি চলে যান। মঙ্গলবার রাতে পিন্টু ঘোষ ছেলেকে নিয়ে স্ত্রীর কাছে যান, কিন্তু মাধবী ঘোষ ছেলেকে নিতে অস্বীকৃতি জানান। এরপর রাগের বশে পিন্টু ঘোষ ছেলেকে সীমান্তে ফেলে রেখে চলে যান।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং পিন্টু ঘোষ ও তাঁর স্ত্রীকে ডেকে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

স্ত্রীর সঙ্গে বিবাদের পর

ছেলেকে বাংলাদেশ সীমান্তে ফেলে পালালেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সীমান্ত এলাকায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে পিন্টু ঘোষ নামে ওই ব্যক্তি ছেলেকে নিয়ে সীমান্ত এলাকায় গিয়ে তাকে একা ফেলে রেখে চলে যান। কিছুক্ষণ পর শিশুটি আতঙ্কে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং বসিরহাট থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায় এবং পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। জানা যায়, শিশুটির বাড়ি উত্তর চব্বিশ পরগনার আশোকনগর থানার কাঠপোল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিন্টু ঘোষ ও তাঁর স্ত্রী মাধবী ঘোষ প্রায়ই পারিবারিক কলহে জড়াতেন। সম্প্রতি বড় ধরনের ঝগড়ার পর মাধবী ঘোষ বাবার বাড়ি চলে যান। মঙ্গলবার রাতে পিন্টু ঘোষ ছেলেকে নিয়ে স্ত্রীর কাছে যান, কিন্তু মাধবী ঘোষ ছেলেকে নিতে অস্বীকৃতি জানান। এরপর রাগের বশে পিন্টু ঘোষ ছেলেকে সীমান্তে ফেলে রেখে চলে যান।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং পিন্টু ঘোষ ও তাঁর স্ত্রীকে ডেকে সতর্ক করা হয়েছে।