ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ভারত কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে

আন্তজাতিক ডেস্ক 
  • Update Time : ০৪:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৩৯০ Time View

জাকির নায়েকের বাংলাদেশে আগমনে খবরে প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে ভারতের কাছে তুলে দেওয়ারও আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে।

৩০শে অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শোয়াল এক প্রশ্নের জবাবে বলেন, একজন পলাতক আসামি হওয়ায় জাকির নায়েক যে দেশেই যাবেন ওই দেশেরই উচিৎ তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেয়া।

মূলত ভারতের সন্ত্রাস দমন আইনের একাধিক মামলার আসামি জাকির নায়েক। এছাড়া তার স্বেচ্ছাসেবী সংস্থা – ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা ‘আই আর এফ’কেও নিষিদ্ধ করেছে ভারত।

এমনকি ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারির হামলার পরেই ভারতে অভিযোগ ওঠে যে, জাকির নায়েকের পিস টিভি সন্ত্রাসের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকার পৃথকভাবে জাকির নায়েকের সংস্থাগুলো নিয়ে তদন্ত শুরু করে।

যদিও বিদেশ থেকে ‘স্কাইপে’র মাধ্যমে এক সংবাদ সম্মেলনে জাকির নায়েক দাবি করেছিলেন যে, তাঁর ভাষণের কোথাও তিনি সন্ত্রাসবাদের পক্ষে প্রচার চালাননি।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান জাকির নায়েক। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ভারত কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে

আন্তজাতিক ডেস্ক 
Update Time : ০৪:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

জাকির নায়েকের বাংলাদেশে আগমনে খবরে প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে ভারতের কাছে তুলে দেওয়ারও আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে।

৩০শে অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শোয়াল এক প্রশ্নের জবাবে বলেন, একজন পলাতক আসামি হওয়ায় জাকির নায়েক যে দেশেই যাবেন ওই দেশেরই উচিৎ তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেয়া।

মূলত ভারতের সন্ত্রাস দমন আইনের একাধিক মামলার আসামি জাকির নায়েক। এছাড়া তার স্বেচ্ছাসেবী সংস্থা – ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা ‘আই আর এফ’কেও নিষিদ্ধ করেছে ভারত।

এমনকি ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারির হামলার পরেই ভারতে অভিযোগ ওঠে যে, জাকির নায়েকের পিস টিভি সন্ত্রাসের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকার পৃথকভাবে জাকির নায়েকের সংস্থাগুলো নিয়ে তদন্ত শুরু করে।

যদিও বিদেশ থেকে ‘স্কাইপে’র মাধ্যমে এক সংবাদ সম্মেলনে জাকির নায়েক দাবি করেছিলেন যে, তাঁর ভাষণের কোথাও তিনি সন্ত্রাসবাদের পক্ষে প্রচার চালাননি।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান জাকির নায়েক। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছেন বলে জানা গেছে।