কিউএস র্যাঙ্কিংয়ের সিপিপি সূচকে ১৩৭তম মাভাবিপ্রবি
- Update Time : ০৩:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৩৭ Time View
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এমবিএসটিইউ) প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ স্থান করে নিয়েছে।
কিউএস-এর প্রকাশিত তথ্যানুসারে, ‘পেপারস পার ফ্যাকাল্টি (PPF)’ সূচকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাভাবিপ্রবি। এ তালিকায় প্রথম স্থানে আছে বুয়েট এবং তৃতীয় স্থানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।
অন্যদিকে, ‘সাইটেশনস পার পেপার (CPP)’ সূচকে মাভাবিপ্রবি এশিয়ার মধ্যে ১৩৭তম এবং বাংলাদেশের মধ্যে সপ্তম অবস্থান অর্জন করেছে। সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়টি ৮৫১–৯০০ ব্যান্ডে অবস্থান করছে এবং ৮৫ শতাংশ সাইটেশন স্কোর পেয়ে গবেষণার মানে উল্লেখযোগ্য উৎকর্ষ প্রদর্শন করেছে। ফলে এশিয়ার মোট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় ৪১.২ শতাংশ প্রতিষ্ঠানকে অতিক্রম করেছে এমবিএসটিইউ, যা বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও একাডেমিক অগ্রযাত্রার দৃঢ় প্রতিফলন।
এর আগে টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বৈশ্বিকভাবে গবেষণার মানে ৭৪৬তম স্থান অর্জন করেছিল। সর্বশেষ কিউএস র্যাঙ্কিং অনুসারে, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাভাবিপ্রবির অবস্থান ১৭তম।
এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এটি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। গবেষণায় মানোন্নয়ন ও বৈশ্বিক দৃশ্যমানতা বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হবে।”
তিনি বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটি (QRRC)-এর ধারাবাহিক পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন, যারা গত বছরের ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন প্রক্রিয়ায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপাচার্য আরও বলেন, “আমরা সবাই একসাথে কাজ করলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক খ্যাতি আরও সুদৃঢ় হবে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































