পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
- Update Time : ১২:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৯২১ Time View
পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী-কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁঁজে ছোটাছুটি শুরু করেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেসমেন্টে এ বিস্ফোরণ ঘটে। সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্ট ক্যাফেটেরিয়ায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মেরামতের কাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ফলে জরুরি প্রোটোকল দ্রুত সক্রিয় করা হয়। নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল কয়েক মিনিটের মধ্যেই আদালতে পৌঁছায়।
এক্সপ্রেস ট্রিবিউন ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল আলী নাসির রিজভীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সকাল ১০টা ৫৫ মিনিটে সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ ঘটে। বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন, এটি একটি গ্যাস বিস্ফোরণ ছিল। দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এসি টেকনিশিয়ানরা বেশিরভাগ আহত হয়েছেন এবং একজনের ৮০% দগ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, বেশ কয়েকদিন ধরে ক্যান্টিনে গ্যাস লিক হচ্ছিল।
বিস্ফোরণের ফলে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ কেঁপে উঠলে আইনজীবী, বিচারক ও অন্যান্য কর্মচারীরা বাইরে ছুটে যান। বিস্ফোরণের আগে বিচারপতি আলী বাকার নাজাফি ও বিচারপতি শাহজাদ মালিক একটি মামলার শুনানি করছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































