কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ
- Update Time : ১০:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৮৭ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমসহ ১৪২ প্রতিষ্ঠানের এতিম ও দুস্থ্যদের মাঝে সৌদি সরকারের প্রেরিত দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। ফলে প্রায় ৮ হাজার এতিম—দুঃস্থ এক বেলা দুম্বার মাংস খাওয়ার সুযোগ পেয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, এ বছর ২৫ কার্টুনে ২১০ প্যাকেট সৌদি সরকারের প্রেরিত কোরবানির দুম্বার মাংস বরাদ্দ পাওয়া গেছে। এসব মাংস উপজেলার এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমসহ ১৪২ প্রতিষ্ঠানের এতিম ও দুস্থ্যদের খাওয়ানোর জন্য বিতরণ করা হয়েছে।
রোববার রাতে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ হতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বরত অফিসারের উপস্থিতিতে তালিকা অনুযায়ী প্রতিষ্ঠানে এসব মাংস বিতরণ করা হয়।
রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বরত শামীম বাবু ও হেফজখানার ছাত্র লাদিম জানান, এতিম ও দুঃস্থ ছাত্ররা সরকারের দেয়া দুম্বার মাংস খেয়ে খুশি। তারা সৌদি আরবের দুম্বার মাংস খেতে পারবে ভাবতে পারেনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, এতিখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমে দুম্বার মাংস সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন— এতিম, দুঃস্থ, অসহায়দের খাওয়ার জন্য সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমসহ ১৪২ টি প্রতিষ্ঠানে এসব মাংস বিতরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































