একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির আখতার ও বিএনপির ভরসা
- Update Time : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৫৩২ Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ২৩৭ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রকাশিত তালিকা অনুযায়ী, রংপুর ৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপি এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আ্হ্বায়ক এমদাদুল হক ভরসা।
এদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি ইতোমধ্যে আখতার হোসেন কাউনিয়া ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন, করছেন বিভিন্ন উঠানবৈঠক ও জনসংযোগসহ উন্নয়নমূলক কাজ৷
বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা সাবেক বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ছেলে। ১৯৭৯ সালে এই আসনে বিএনপি প্রার্থী শিল্পপতি রহিম উদ্দিন ভরনা জয় পেয়েছিল। এমদাদুল হক ভরসা ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি দ্বিতীয় বারের মতো এমপি প্রার্থী হলেন। এমদাদুল হক ভরসা দীর্ঘদিন ধরে দুই উপজেলায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন এবং নির্বাচনে প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন।
অন্যদিকে কাউনিয়ার মধুপুর এলাকার বাসিন্দা আখতার হোসেন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তিনি একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। আখতার হোসেন এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন।
এছাড়াও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীরগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আবু নাসের মো. মাহাবুব, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামায়াতের প্রার্থী মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান, ইসলামী আন্দোলনের প্রাথী মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































