ব্রেকিং নিউজঃ
কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
- Update Time : ০৭:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬১ Time View
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয় অং সান সু চিকে।
একাধিক মামলায় ৭৮ বছর বয়সী সু চির ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
কারাসূত্র জানিয়েছে,কারাগার থেকে সোমবার সু চিকে রাজধানী নেপিদুর একটি সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।
কারাগার থেকে সু চির স্থানান্তরের বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে গৃহবন্দী করার বিষয়টি সামরিক কর্তৃপক্ষের একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।
সু চি অসুস্থ বলে গুজব ছিল। তবে সামরিক বাহিনী এসব অস্বীকার করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কারাসূত্র জানিয়েছিল,সু চি সুস্থ আছেন।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে কারাগারে সু চিকে দেখতে গিয়েছিলেন। তবে তিনি আর বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি।
সূত্র: বিবিসি