জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে যোগ দিলেন রাজ্জাক
- Update Time : ০২:০০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১২৭৩ Time View
সর্বশেষ নির্বাচনে বিসিবির পরিচালক হয়েছেন আব্দুর রাজ্জাক। সাবেক এই ক্রিকেটার এবার অংশ হলেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের। তাকে টিম ডিরেক্টরের দায়িত্ব দিয়েছে বিসিবি।
আপাতত আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্জাক। আজ সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রাজ্জাক। বেশ কয়েক বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন সাবেক এই ক্রিকেটার। তবে এবারই প্রথম টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এদিকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আপাতত শুধুমাত্র এই এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।
আশরাফুল এর আগে জাতীয় দলের সঙ্গে কাজ করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


































































































