ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ত্রয়োদশ সংসদ নির্বাচন

বরগুনা-১ ও ২ আসনে ধানের শীষের হাল ধরবেন নজরুল ইসলাম মোল্লা ও নূরুল ইসলাম মণি

চৌধূরী মুনীর হোসেন, বরগুনা প্রতিনিধি
  • Update Time : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৬৭৯ Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) থেকে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

অন্যদিকে, বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

ইতোমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ২৩২ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরগুনা-১ ও ২ আসনের মনোনয়ন ঘোষণার পরপরই নেতা–কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বরগুনা, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগীতে দলীয় নেতা–কর্মীরা ধানের শীষের পক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করেন।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. হুমায়ুন হাসান শাহীন বলেন- “আমরা বরগুনার দুইটি আসনে কাঙ্ক্ষিত প্রার্থী পেয়েছি। বিএনপির অবস্থান এখানে অত্যন্ত শক্তিশালী। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। ইনশাআল্লাহ, এবার আমরা দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হবো।”

মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বরগুনা-১ আসনের প্রার্থী জেলা বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন- “দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। ১৯৯১ সালের পর বরগুনায় বিএনপির প্রার্থী দেওয়া হয়নি। এই এলাকার সিংহভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এবার তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ এবার আমাদের বিজয় হবে।”

বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি বলেন- “আমার হাতে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। গত ১৭ বছরে এখানে উন্নয়ন হয়নি, বরং সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবার পাথরঘাটা–বামনা–বেতাগীর অবহেলিত মানুষের স্বপ্ন পূরণে দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে বরগুনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলবো। এতে এই অঞ্চলের যুবকদের বেকারত্ব ঘুচবে এবং দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে।”

Please Share This Post in Your Social Media

ত্রয়োদশ সংসদ নির্বাচন

বরগুনা-১ ও ২ আসনে ধানের শীষের হাল ধরবেন নজরুল ইসলাম মোল্লা ও নূরুল ইসলাম মণি

চৌধূরী মুনীর হোসেন, বরগুনা প্রতিনিধি
Update Time : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) থেকে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

অন্যদিকে, বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

ইতোমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ২৩২ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরগুনা-১ ও ২ আসনের মনোনয়ন ঘোষণার পরপরই নেতা–কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বরগুনা, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগীতে দলীয় নেতা–কর্মীরা ধানের শীষের পক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করেন।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. হুমায়ুন হাসান শাহীন বলেন- “আমরা বরগুনার দুইটি আসনে কাঙ্ক্ষিত প্রার্থী পেয়েছি। বিএনপির অবস্থান এখানে অত্যন্ত শক্তিশালী। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। ইনশাআল্লাহ, এবার আমরা দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হবো।”

মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বরগুনা-১ আসনের প্রার্থী জেলা বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন- “দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। ১৯৯১ সালের পর বরগুনায় বিএনপির প্রার্থী দেওয়া হয়নি। এই এলাকার সিংহভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এবার তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ এবার আমাদের বিজয় হবে।”

বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি বলেন- “আমার হাতে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। গত ১৭ বছরে এখানে উন্নয়ন হয়নি, বরং সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবার পাথরঘাটা–বামনা–বেতাগীর অবহেলিত মানুষের স্বপ্ন পূরণে দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে বরগুনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলবো। এতে এই অঞ্চলের যুবকদের বেকারত্ব ঘুচবে এবং দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে।”