‘পেড্ডি’ তে রাম চরণের বিপরীতে জাহ্নবী
- Update Time : ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
 - / ২৬ Time View
 
এবার ‘পেড্ডি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন রাম চরণ ও জাহ্নবী কাপুর। স্পোর্টস অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ২৭ মার্চ। এর আগে এই সিনেমার টিজারের মাধ্যমে রাম চরণের ফার্স্ট লুক প্রকাশ পায় । আর এবার সিনেমার নির্মাতা প্রকাশ করেছেন জাহ্নবীর চরিত্র ‘আচিয়াম্মা’র প্রথম ঝলক।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল এক পোস্টে নির্মাতা লিখেছেন,’আমাদের ‘পেড্ডি’র ভালোবাসা, যার আগুনে ভরা মনোভাব। পরিচয় করিয়ে দিচ্ছি অপরূপা জাহ্নবী কাপুরকে ‘আচিয়াম্মা’ রূপে। ‘পেড্ডি’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৭ মার্চ, ২০২৬ সালে।’
এদিকে সিনেমার টিম দুটি নতুন পোস্টার শেয়ার করেছে, যেখানে জাহ্নবীকে দেখা গেছে প্রাণবন্ত, দুষ্টু-চঞ্চল এক গ্রাম্য চরিত্রে। রাম চরণ অভিনীত এই সিনেমায় গ্রামীণ সাজে অভিনেত্রীর আবেদনময় উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। এই স্পোর্টস অ্যাকশন ঘরানার ছবি জাহ্নবী কাপুরের দ্বিতীয় তেলুগু প্রজেক্ট। এর আগে তিনি জুনিয়র এনটিআর-এর সঙ্গে ‘দেভারা: পার্ট ১’-এর মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন।
‘পেড্ডি’র কাহিনি এক গ্রামীণ পটভূমিতে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আবর্তিত। যেখানে রাম চরণকে দেখা যাবে নতুন রূপে, যেখানে তার সঙ্গে থাকছেন শিবা রাজকুমার, দিব্যেন্দু শর্মা, জগপতি বাবু সহ আরও অনেকে।এই চলচ্চিত্রটি বুচি বাবু সানার পরিচালনায় নির্মিত হচ্ছে।
সম্প্রতি রাম চরণ ও জাহ্নবী শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গেছেন, যেখানে সিনেমার একটি গান ধারণ করা হচ্ছে। এ আর রহমানের সুরে নির্মিত এই গান মুক্তির পর হিট হবে বলেই আশা করা হচ্ছে। এর আগে রাম চরণ নিজেই জানিয়েছেন, সিনেমার প্রথম গান খুব শিগগিরই প্রকাশ করা হবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার প্রায় ৬০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং প্রথম অংশের এডিটও সম্পন্ন হয়েছে।
‘পেড্ডি’ শেষ করেই রাম চরণ কাজ শুরু করবেন পরিচালক সুকুমারের পরবর্তী সিনেমা ‘আরসি১৭’ এ, যা হবে ‘রঙ্গস্থলম’-এরপর তাদের একসঙ্গে করা দ্বিতীয় প্রজেক্ট । জানা যায়, ‘পুষ্পা’ খ্যাত নির্মাতা সুকুমার বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত করছেন।
অন্যদিকে, জাহ্নবী কাপুর সবশেষ অভিনয় করেছিলেন ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সিনেমায়, যেখানে তার সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান, সান্যা মালহোত্রা এবং রোহিত সরাফ। শশাঙ্ক খৈতান পরিচালিত ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল দর্শক-সমালোচকদের কাছ থেকে।
Please Share This Post in Your Social Media
- 
                                        সর্বশেষ
 - 
                                        জনপ্রিয়
 
					
																			






























































































































































































