পাওয়ার ব্যাংকে চার্জ হবে ল্যাপটপ
- Update Time : ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৩৮৯ Time View
কাজের সময় ল্যাপটপে চার্জের প্রয়োজনে যদি বিদ্যুৎ না থাকে, তখন সমাধান দেবে পাওয়ার ব্যাংক।
দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের চাহিদা পূরণে আরপিবি-পি৭২ মডেলের পাওয়ার ব্যাংক উন্মোচন করা হয়েছে। ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটির এ ডিভাইস ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে। রয়েছে ৭০ সেন্টিমিটার রিট্র্যাকটেবল টাইপ-সি কেবলের সুবিধা। চার্জিং সুবিধায় রয়েছে টাইপ-সি পোর্ট। এতে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ছাড়াও সব ধরনের ডিভাইস দ্রুত চার্জ করা যাবে।
বিশেষ করে রিট্র্যাকটেবল কেবলের কারণে অনেক ধরনের জটিলতা এড়ানো যায়। এই পাওয়ার ব্যাংকে একাধিক ডিভাইস যুক্ত করে একসঙ্গে চার্জ দেওয়া যায়। ওভার চার্জ আবার ওভার ভোল্টেজ প্রটেকশনের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।
টেকটাইমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ডিজিটালি স্মার্ট গ্রাহকের মধ্যে হাই-ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকের চাহিদা বেড়েছে। যার পেছনে কাজ করেছে লং-লাস্টিং ব্যাটারি লাইফ। গ্যাজেটস ব্র্যান্ড রেসির নতুন মডেলটি উচ্চগতির চার্জিং সুবিধা দেয়।



































































































































































































