ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে ধনী নায়কের ৬০তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৮১৩ Time View

২ নভেম্বর বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের জন্মদিন। ১৯৬৫ সালে দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই তারকা আজ পূর্ণ করলেন ৬০ বছর। তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন ভারতীয় চলচ্চিত্রে, আর তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করা শাহরুখ শুরু করেছিলেন ছোট পর্দায়—‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মতো ধারাবাহিক দিয়ে। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। ‘বাজিগর’, ‘ডর’, ‘আনজাম’-এ অ্যান্টিহিরোর চরিত্রে আলোড়ন তোলার পর ১৯৯৫ সালের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাঁকে এনে দেয় ‘কিং অব রোমান্স’-এর তকমা।

পেশাগত জীবনে উত্থান-পতনের মাঝেও শাহরুখ কখনো হার মানেননি। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর ‘ডাঙ্কি’ তাঁকে ফের শীর্ষে নিয়ে যায়। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির জন্য তিনি জয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রোমান্স থেকে অ্যাকশন—সব ধারাতেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন কিং খান।

শুধু অভিনেতা নন, সফল প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, ১২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ নিয়ে বলিউডের শীর্ষ ধনী তারকা এখন শাহরুখ খান।

পরিবারও তাঁর জীবনের বড় অনুপ্রেরণা। স্ত্রী গৌরী খান, সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে ঘিরেই তাঁর ব্যক্তিজীবন। সুহানা ইতিমধ্যে অভিনয়ে পা রেখেছেন, আর শিগগিরই ‘কিং’ ছবিতে বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। অন্যদিকে, আরিয়ান ক্যামেরার পেছনে নিজের স্বপ্ন গড়ছেন পরিচালক হিসেবে।

মুম্বাইয়ের সমুদ্রপাড়ের ‘মান্নাত’ এখন শুধু শাহরুখের বাড়ি নয়, ভক্তদের তীর্থস্থান। আজ জন্মদিনে হাজারো অনুরাগী জড়ো হয়েছেন সেখানে, তাঁদের প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায়।

যিনি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি সত্যিকারের হয়, তবে মুম্বাই নয়, পুরো দুনিয়াও আপনার রাজত্বের মঞ্চ হতে পারে।

শুভ জন্মদিন, শাহরুখ খান

Please Share This Post in Your Social Media

সবচেয়ে ধনী নায়কের ৬০তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক
Update Time : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

২ নভেম্বর বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের জন্মদিন। ১৯৬৫ সালে দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই তারকা আজ পূর্ণ করলেন ৬০ বছর। তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন ভারতীয় চলচ্চিত্রে, আর তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করা শাহরুখ শুরু করেছিলেন ছোট পর্দায়—‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মতো ধারাবাহিক দিয়ে। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। ‘বাজিগর’, ‘ডর’, ‘আনজাম’-এ অ্যান্টিহিরোর চরিত্রে আলোড়ন তোলার পর ১৯৯৫ সালের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাঁকে এনে দেয় ‘কিং অব রোমান্স’-এর তকমা।

পেশাগত জীবনে উত্থান-পতনের মাঝেও শাহরুখ কখনো হার মানেননি। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর ‘ডাঙ্কি’ তাঁকে ফের শীর্ষে নিয়ে যায়। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির জন্য তিনি জয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রোমান্স থেকে অ্যাকশন—সব ধারাতেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন কিং খান।

শুধু অভিনেতা নন, সফল প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, ১২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ নিয়ে বলিউডের শীর্ষ ধনী তারকা এখন শাহরুখ খান।

পরিবারও তাঁর জীবনের বড় অনুপ্রেরণা। স্ত্রী গৌরী খান, সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে ঘিরেই তাঁর ব্যক্তিজীবন। সুহানা ইতিমধ্যে অভিনয়ে পা রেখেছেন, আর শিগগিরই ‘কিং’ ছবিতে বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। অন্যদিকে, আরিয়ান ক্যামেরার পেছনে নিজের স্বপ্ন গড়ছেন পরিচালক হিসেবে।

মুম্বাইয়ের সমুদ্রপাড়ের ‘মান্নাত’ এখন শুধু শাহরুখের বাড়ি নয়, ভক্তদের তীর্থস্থান। আজ জন্মদিনে হাজারো অনুরাগী জড়ো হয়েছেন সেখানে, তাঁদের প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায়।

যিনি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি সত্যিকারের হয়, তবে মুম্বাই নয়, পুরো দুনিয়াও আপনার রাজত্বের মঞ্চ হতে পারে।

শুভ জন্মদিন, শাহরুখ খান