অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফের গোপনীয়তা ভঙ্গে ভক্তদের মতোই ক্ষোভ জানান বলিউডের আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
ব্রেকিং নিউজঃ
ভাইরাল অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি, ক্ষোভ সোনাক্ষীর
বিনোদন ডেস্ক
- Update Time : ০৮:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ২৩৩ Time View
সিনে দুনিয়ায় ‘পাপারাজ্জি সংস্কৃতি’ নতুন নয়! পেশার কথা মাথায় রেখে এক্সক্লুসিভ ধরানোর তাগিদে দুরন্ত গতিতে চলতে থাকে ক্যামেরার লেন্স। তবে এবারের ঘটনায় অন্তঃসত্ত্বা অভিনেত্রী এখনও পর্যন্ত নিজমুখে কিছু না বললেও সোনাক্ষী সিনহাই তার হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন।
সোনাক্ষী সিনহার মন্তব্যে সায় দিয়ে ক্যাটরিনা ভক্তদের দাবি, ‘পুলিশি পদক্ষেপ নেওয়া হোক এদের বিরুদ্ধে।’ কারও প্রশ্ন, ‘কোথায় গোপনীয়তা? এটা ওর বাড়ি, তবুও কেন এই ছবি তোলা হল?’ আরেকজনের মন্তব্য, ‘গোপনীয়তা ভঙ্গ বলে একটা শব্দ রয়েছে, জানেন তো? অন্তত নিজেদের বাড়িতে ওদের একা ছাড়ুন।’ কারও কথায়, ‘এটি আইনত অপরাধ! পুলিশের উচিত যিনি ছবিটি তুলেছেন, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।’
উল্লেখ্য, নভেম্বর মাসে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা! তার আগে এমন ঘটনায় বিরক্ত বলিউড তারকারা।
























































































































































































