ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মৈত্রী শিল্পে দুদকের অভিযান

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৯:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৩৪৯ Time View

গাজীপুরের টঙ্গীতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মৈত্রী শিল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন দুদক গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনামুল হক বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তি ছাড়া মালামাল ক্রয়, টেন্ডারে অতিরিক্ত ব্যয় দেখানো, যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণে অবহেলা— এমন নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে। তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে মালামাল সরবরাহের আগেই অর্থ পরিশোধ করা হয়েছে, যা সরকারি ক্রয়বিধির পরিপন্থী। এছাড়া দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের ছয়টি বড় মেশিন মেরামতের অভাবে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এমনকি সরকারি যানবাহনও ব্যবহারের অভাবে নষ্ট হয়ে আছে। দুদক কর্মকর্তারা প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান এবং সাবেক নির্বাহী পরিচালকদের উন্নয়ন কার্যক্রম, মালামাল ক্রয়-বিক্রয়ের হিসাব ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।

এর আগে, ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মৈত্রী শিল্পের শ্রমিক ও স্টাফরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়। সহকারী পরিচালক এনামুল হক জানান,“অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই করে পরবর্তী পর্যায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মৈত্রী শিল্পে দুদকের অভিযান

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৯:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মৈত্রী শিল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন দুদক গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনামুল হক বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তি ছাড়া মালামাল ক্রয়, টেন্ডারে অতিরিক্ত ব্যয় দেখানো, যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণে অবহেলা— এমন নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে। তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে মালামাল সরবরাহের আগেই অর্থ পরিশোধ করা হয়েছে, যা সরকারি ক্রয়বিধির পরিপন্থী। এছাড়া দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের ছয়টি বড় মেশিন মেরামতের অভাবে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এমনকি সরকারি যানবাহনও ব্যবহারের অভাবে নষ্ট হয়ে আছে। দুদক কর্মকর্তারা প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান এবং সাবেক নির্বাহী পরিচালকদের উন্নয়ন কার্যক্রম, মালামাল ক্রয়-বিক্রয়ের হিসাব ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।

এর আগে, ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মৈত্রী শিল্পের শ্রমিক ও স্টাফরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়। সহকারী পরিচালক এনামুল হক জানান,“অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই করে পরবর্তী পর্যায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।