আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চালু
- Update Time : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ২০২ Time View
ঢাকায় আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল আবার চালু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেট্রোরেল চালু হয়।
মেট্রোরেলের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায়। আজ সকাল থেকে যথারীতি নির্বিঘ্নে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে বুধবার রাত ৯টা ১০ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন মেট্রোরেল এমআরটি-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে দুপুর তিনটার দিকে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয় সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে। এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল।
এদিকে বুধবার মেট্রোরেল চলাচলে যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।










































































































































































































