ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে দুই দিনব্যাপী ৭ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : ০১:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২২২৫ Time View

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৭ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ গতকাল বিকেলে উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মোট ৩৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “খেলাধুলা শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি সুস্থ মানস গঠনের অন্যতম অনুষঙ্গ। শিক্ষার্থীদের জীবনযাত্রায় নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখা উচিত।”

প্রতিযোগিতার উদ্বোধন হয় গত ২৭ অক্টোবর সকালে ছাত্রদের দীর্ঘ লাফ ও ছাত্রীদের চাকতি নিক্ষেপ ইভেন্টের মাধ্যমে। সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও অ্যাথলেটিক্স পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজা।

দুই দিনের প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চ্যাম্পিয়ন ও শেখ রাসেল হল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছাত্রীদের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন এবং আলেমা খাতুন ভাসানী হল রানার্স আপ হয়।

ব্যক্তিগত ইভেন্টে দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন মো. ফেরদাউস (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং দ্রুততম মানবী হয়েছেন সমাপ্তী খান (এফটিএনএস বিভাগ)। সেরা খেলোয়াড় (ছাত্র) হয়েছেন মো. ফেরদাউস, আর রানার্স আপ হয়েছেন মো. শাকিল আহমেদ (ফার্মেসি বিভাগ)। সেরা খেলোয়াড় (ছাত্রী) নির্বাচিত হয়েছেন তাবাচ্ছুমা আক্তার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং রানার্স আপ সমাপ্তী খান।

এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপের মতো ইভেন্টও অনুষ্ঠিত হয়। ছাত্রদের ৪×১০০ মিটার রিলে দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নামে।

Please Share This Post in Your Social Media

মাভাবিপ্রবিতে দুই দিনব্যাপী ৭ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি
Update Time : ০১:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৭ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ গতকাল বিকেলে উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মোট ৩৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “খেলাধুলা শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি সুস্থ মানস গঠনের অন্যতম অনুষঙ্গ। শিক্ষার্থীদের জীবনযাত্রায় নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখা উচিত।”

প্রতিযোগিতার উদ্বোধন হয় গত ২৭ অক্টোবর সকালে ছাত্রদের দীর্ঘ লাফ ও ছাত্রীদের চাকতি নিক্ষেপ ইভেন্টের মাধ্যমে। সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও অ্যাথলেটিক্স পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজা।

দুই দিনের প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চ্যাম্পিয়ন ও শেখ রাসেল হল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছাত্রীদের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন এবং আলেমা খাতুন ভাসানী হল রানার্স আপ হয়।

ব্যক্তিগত ইভেন্টে দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন মো. ফেরদাউস (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং দ্রুততম মানবী হয়েছেন সমাপ্তী খান (এফটিএনএস বিভাগ)। সেরা খেলোয়াড় (ছাত্র) হয়েছেন মো. ফেরদাউস, আর রানার্স আপ হয়েছেন মো. শাকিল আহমেদ (ফার্মেসি বিভাগ)। সেরা খেলোয়াড় (ছাত্রী) নির্বাচিত হয়েছেন তাবাচ্ছুমা আক্তার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং রানার্স আপ সমাপ্তী খান।

এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ১০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপের মতো ইভেন্টও অনুষ্ঠিত হয়। ছাত্রদের ৪×১০০ মিটার রিলে দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নামে।