শ্রীপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গ্রাম বৈঠক ও লিফলেট বিতরণ
- Update Time : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ২২৯ Time View
গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি” কর্মসূচির অংশ হিসেবে গ্রাম বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের হাসিখালি বাজারে গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভেরামতলী বাজারে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
গ্রাম বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জহিরুল আলম কাজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই পরিবর্তনের পথ দেখাচ্ছে। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন, জবাবদিহিতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”







































































































































































































