ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’

রাজশাহী ব্যুরো
  • Update Time : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ২০৩৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে রাজধানীর পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ঘটনাকে ‘পল্টন হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ন্গরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।

সমাবেশ শেষে ২৮ অক্টোবরের ঘটনার ওপর নির্মিত তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ওইদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় রাজনৈতিক সহিংসতায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী নিহত হন। তারা বলেন, লগি-বৈঠার তাণ্ডবের বিচার একদিন বাংলার মাটিতেই হবে।

বক্তারা আরও বলেন, ওইদিনের সহিংসতা দেশ-বিদেশের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছিল। রাজনৈতিক মতবিরোধের নামে প্রকাশ্য দিবালোকে এভাবে প্রাণহানির ঘটনা দেশের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

এ সময় আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’

রাজশাহী ব্যুরো
Update Time : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে রাজধানীর পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ঘটনাকে ‘পল্টন হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ন্গরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।

সমাবেশ শেষে ২৮ অক্টোবরের ঘটনার ওপর নির্মিত তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ওইদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় রাজনৈতিক সহিংসতায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী নিহত হন। তারা বলেন, লগি-বৈঠার তাণ্ডবের বিচার একদিন বাংলার মাটিতেই হবে।

বক্তারা আরও বলেন, ওইদিনের সহিংসতা দেশ-বিদেশের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছিল। রাজনৈতিক মতবিরোধের নামে প্রকাশ্য দিবালোকে এভাবে প্রাণহানির ঘটনা দেশের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

এ সময় আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।