জামায়াত আমীরকে নিয়ে মন্তব্যের জেরে ওসি প্রত্যাহার
- Update Time : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৫০৪ Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি মন্তব্যের জেরে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলামকে থানার দায়িত্ব থেকে সরানো হয়েছে।
মন্তব্যে তিনি লিখেছিলেন, আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা। এই মন্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিস পূবাইল থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে মো. শেখ আমিরুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে।
জানা গেছে, গত ২০ অক্টোবর পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামের বিরুদ্ধে জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিসের শুরার সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির আইনজীবী মোহাম্মদ শামীম হোসেন মৃধা।
অভিযোগে বলা হয়, ওসি শেখ আমিরুল ইসলাম থানায় যোগদানের পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জামায়াত ও এর নেতাদের উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন।
এছাড়াও তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নিয়েছেন। জামায়াতের অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা হিসেবে ওসি শেখ আমিরুল ইসলাম যে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, তা প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে।
এ কারণে শুধু বদলিই নয়, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। স্থানীয় পর্যায়ে এই ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পুলিশ প্রশাসনও বিষয়টিকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।







































































































































































































