দৌলতপুরে গোলাগুলিতে নিহত ২
- Update Time : ১১:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৮৪ Time View
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর-সুলতানপুর গ্রামের চার যুবক কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন।
২৭ অক্টোবর (সোমবার) দুপুর ২ টা থেকে ৪ টার টার মধ্যে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন— বাঘা উপজেলাধীন চাঁন মণ্ডলের ছেলে মুন্তাজ মণ্ডল, মিনহাজ মণ্ডলের ছেলে আমান (৩০), শুকুর আলীর ছেলে নাজমুল ও আরশাদ আলীর ছেলে রাকিব।
এ ঘটনায় মিনহাজ মণ্ডলের ছেলে আমান (৩০) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে শুকুর আলীর ছেলে নাজমুল নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হবিরচর এলাকায় কাঁকন বাহিনী পক্ষে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের সন্ত্রাসী উজ্জ্বল ও মাসুম সরদার বাহিনী ও বেলাল মন্ডল এবং মুন্তাজ বাহিনীর পক্ষে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সন্ত্রাসী,একাধিক হত্যামামলার আসামী, অস্ত্র ব্যবসায়ী “টুকু-গিট্টু সোহাগ” বাহিনীর,রওশন,রাসেল,লালচাঁদ বাহিনীর সুকচাঁদ,বিপ্লব,নিজাম,নাহারুলের ছেলে মামুন গং এদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মন্তাজ বাহিনীর নেতা মুন্তাজসহ চারজন গুলিবিদ্ধ হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই আমান মারা যান। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের তথ্য মতে,খড় ও জমি দখল, বালু উত্তোলন নিয়ে বিরোধের জের ধরেই এই সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।তবে উল্লেখিত বিষয়ে একাধিক রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংবাদ প্রকাশের মাধ্যমে অবগত করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত কর্মকর্তা এসআই সিফাত রেজা জানান,আজকে দুপুর ০২:০০ টা থেকে ০৪:৩০ ঘটিকার মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মরিচা ইউনিয়ন ও ফিলিপনগর ইউনিয়নের চরের কাশবন দখল করাকে কেন্দ্র করে গোলাগুলিতে আমান মন্ডল,পিতা মিনাজ মন্ডল,সাং খানপুর থানা বাঘা,জেলা রাজশাহী, গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে আর বাকি তিনজনকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
উল্লেখিত বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,ঘটনার উৎস কুষ্টিয়া জেলার অধিনস্থ চরাঞ্চলের সীমান্ত ও বাঘা থানার কিছু অংশ,তবে ঘটনার বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন চলমান প্রকৃয়া।এদিকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার বলেন, উক্ত ঘটনা চরাঞ্চল কেন্দ্রীক,বিষয়টি নিয়ে কাজ চলমান,আইনগত বিষয়ে কার্যক্রম অব্যাহত।






































































































































































































