উইমেন’স বিশ্বকাপ ক্রিকেট
বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-ভারত ম্যাচ
- Update Time : ০৫:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৬২ Time View
টসের পরপরই শুরু হলো বৃষ্টি। লম্বা সময় অপেক্ষার পর খেলা শুরু হলো, মাঝে কয়েক দফায়ও বাঁধ সাধল প্রকৃতি। শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তেই গেল বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ।
ন্যাভি মুম্বাইয়ে উইমেন’স বিশ্বকাপের রোববারের ম্যাচটিতে দুই দফায় কমানো হয় ওভার। ২৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় কোনো উইকেট না হারিয়ে ভারত ৫৭ রান তোলার পর আর খেলা সম্ভব হয়নি। উইমেন’স বিশ্বকাপে এটি ছিল বাংলাদেশ শেষ ম্যাচ। টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে কেবল পাকিস্তানের বিপক্ষে জিততে পেরেছে নিগার সুলতানার দল। আট দলের টুর্নামেন্টে সপ্তম হয়েছে তারা।
টসের আগে এক দফায় নামে বৃষ্টি। তখন অবশ্য ওভার কাটা হয়নি। ভারত টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিরূপ প্রকৃতিতে খেলা শুরু হতে দেরি। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ৪৩ ওভারের ম্যাচের ষষ্ঠ বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরে ৩১ রানের জুটি গড়েন শারমিন আক্তার ও রুবাইয়া হায়দার। আক্রমণে এসে ১ চারে ১৩ রান করা রুবাইয়াকে ফিরিয়ে দেন দীপ্তি শার্মা।
কিছুক্ষণ পর আরেক দফায় নামে বৃষ্টি। এবার অপেক্ষা চলে দুই ঘণ্টারও বেশি সময়ের। ম্যাচ কমিয়ে আনা হয় ২৭ ওভারে। খেলা শুরু হওয়ার কয়েক ওভার পর রান আউটে কাটা পড়েন নিগার সুলতানা। বাংলাদেশ অধিনায়ক ৯ রান করতে খেলেন ২৪ বল।
সোবহানা মোস্তারির সঙ্গে সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েন শারমিন। ৪টি চারে ২৬ রান করেন সোবহানা। বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করতে ৫৩ বল খেলেন শারমিন, মারেন ৮টি চার। ৭ ব্যাটার আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগে।
ভারতের পাঁচ বোলারই পান উইকেট। সর্বোচ্চ তিনটি নেন বাঁহাতি স্পিনার রাধা ইয়াদাভ। দুটি প্রাপ্তি আরেক বাঁহাতি স্পিনার শ্রী চারানির। রান তাড়ায় ভারতকে ভালো শুরু দেন ছন্দে থাকা স্মৃতি মান্ধানা। ৬ চারে ৩৪ রান করেন তিনি। ২ চারে ১৫ রান করেন আমানজোত কোউর।
নবম ওভারে ফের নামে বৃষ্টি। এরপর আর খেলা সম্ভব হয়নি। হারের তেতো স্বাদ পাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৭ ওভারে ১১৯/৯ (সুমাইয়া ২, রুবাইয়া ১৩, শারমিন ৩৬, নিগার ৯, সোবহানা ২৬, স্বর্ণা ২, নাহিদা ৩, রাবেয়া ৩, রিতু ১১, নিশিতা ৪, মারুফা ২; রেনুকা ৫-০-২৩-১, দীপ্তি ৫-২-২৪-১, আমানজোত ৫-০-১৮-১, শ্রী ৬-০-২৩-২, রাধা ৬-০-৩০-৩)
ভারত: ৮.৪ ওভারে ৫৭/০ (মান্ধানা ৩৪, আমানজোত ১৫; মারুফা ২-০-১৫-০, নিশিতা ২-০-১৮-০, নাহিদা ২-০-১২-০, রাবেয়া ১.৪-০-৭-০, রিতু ১-০-৫-০)












































































































































































































