টঙ্গীতে ৮ দিন যাবৎ মুক্তা পানির উৎপাদন বন্ধ
- Update Time : ০৫:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ২২৭ Time View
গাজীপুরের টঙ্গীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট মৈত্রী শিল্পের প্রতিষ্ঠান মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমেশন প্লান্টের উৎপাদন গত আট দিন যাবৎ বন্ধ রয়েছে। এতে খোলা বাজারে বহুল প্রচলিত এই পানিটির সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের অপসারণের দাবীতে চলমান কর্ম বিরতির কারণে বন্ধ রয়েছে। জানা যায়, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারীতা ও নারী কর্মচারীদের যৌন হয়রানির অভিযোগে তার অপসারণের দাবীতে গত ২০ অক্টোবর থেকে কর্ম বিরতি পালন করছে শ্রমিক ও কর্মচারীরা।
কয়েক দফায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা করা হলেও তেমন ফলপ্রসূ সিদ্ধান্ত না হওয়ায় বন্ধ রয়েছে মুক্তা পানির উৎপাদন ও বাজারজাত। সেই সাথে বন্ধ রয়েছে সহযোগী প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। প্রতিবন্ধী শ্রমিকদের দাবী, নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান অতীত কর্মস্থল সিলেটেও নানা অপকর্ম ও অনিয়ম করেছেন বিধায় তাকে সেখান থেকে বদলী করা হয়েছে। তার মত দুর্নীতিবাজ, নারী পিয়াসু কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না তারা। এবিষয়ে মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মহসিন আলী বলেন, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কর্মস্থলে ফেরানোর চেষ্টা চলছে। নির্বাহী পরিচালকের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোন সিদ্ধান্ত এখনো পাই নি।






































































































































































































