গাছা প্রেসক্লাবের সভাপতি আরিফ সম্পাদক হামিদ
- Update Time : ০৭:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১৩৫ Time View
গাজীপুর মহানগরের গাছা থানাধীন এলাকায় অবস্থিত সাংবাদিক সংগঠন গাছা প্রেসক্লাবের ২০২৫–২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ ও পেশাগতভাবে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে গত ২৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বোর্ডবাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী সদস্য মামুন সরকার, এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান। উপস্থিত সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে এশিয়ান টিভির সাংবাদিক আরিফ মৃধা সভাপতি ও দৈনিক মুক্ত খবরের সাংবাদিক আব্দুল হামিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. আশরাফুল আলম মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. আনিসুল ইসলাম (প্রাইম টিভি, গাজীপুর প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (দৈনিক নতুন দিন, জেলা প্রতিনিধি), অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম (দৈনিক নববানী, মহানগর প্রতিনিধি), দপ্তর সম্পাদক মাজনুন মাসুদ (দৈনিক পল্লী বাংলা), মহিলা বিষয়ক সম্পাদিকা সাবরিনা জাহান ময়না (দৈনিক আলোকিত প্রতিদিন), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জাকির হোসেন জিয়া (দৈনিক আলোর জগত)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মাহবুবুল হক মাহবুব (এটিএন নিউজ), এম আর নাসির উদ্দিন (দৈনিক যুগান্তর), মো. আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সমাচার) এবং মো. সেলিম হোসেন (বাংলা নিউজ টিভি)।
নবনির্বাচিত সভাপতি আরিফ মৃধা প্রতিক্রিয়ায় বলেন, “সকলের আস্থা ও সমর্থনে আমরা নতুন এই দায়িত্ব গ্রহণ করেছি। গাছা প্রেসক্লাবকে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত সুরক্ষা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বলেন, “এই কমিটি গঠনের প্রক্রিয়ায় ক্লাবের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে গাছা এলাকার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব গাছা এলাকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও ঐক্য বজায় রেখে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।







































































































































































































