বিদেশে গিয়ে সাবান-শাম্পু চুরি করে ধরা ভারতীয় পরিবার
- Update Time : ০৫:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১৪৭ Time View
গিয়েছিলেন বেড়াতে৷ মহানন্দে ঘুরে বেড়িয়ে বালি থেকে ফিরেও আসছিলো একটি ভারতীয় পরিবার৷ কিন্তু বের হতে গিয়েই বাধল বিপত্তি৷ শেষবেলায় হোটেলে চেকআউটের সময়ে হোটেল কর্মীদের সন্দেহ হয়৷ দেখা যায়, হোটেলের ঘর থেকে বেশ কিছু জিনিস নিজেদের ব্যাগে পুরে নিয়ে যাচ্ছেন৷ এই সংক্রান্ত একটি ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে৷ কড়া আইনি শাস্তির মুখে পড়তে চলেছে ওই পরিবার৷
সম্প্রতি ২ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ যাতে দেখা যাচ্ছে, বালির একটি হোটেল থেকে বেরিয়ে আসছেন একদল নারী-পুরুষ৷ তাঁদের হাতে ব্যাগ৷ তাড়াহুড়ো করে বেরতে দেখেই হোটেল কর্মীদের সন্দেহ হয়৷ তাঁরা ব্যাগগুলি পরীক্ষা করতে যান৷ তাতে প্রথমে তীব্র আপত্তি জানান ওই পর্যটকরা৷ রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায়৷ পরে অবশ্য হোটেল কর্তৃপক্ষের নিয়মকানুনের কাছে হার মানতে হয় তাঁদের৷
এমন কাকুতি-মিনতিতে মন গলেনি, হোটেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, দাম নেওয়া হবে না, জিনিসগুলোই ফেরত দিতে হবে৷ ভিডিওতে শোনা গিয়েছে, এক কর্মী স্পষ্ট বলেন, ‘আপনাদের অর্থ থাকতে পারে, তা দিয়ে আপনারা সব কিনে নিতে পারেন৷ কিন্তু তাতে কোনও সম্মান নেই৷’







































































































































































































