পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩
- Update Time : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৩১০ Time View
ঢাকা-পাবনা মহাসড়কে পণ্যবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী দুই স্কুলশিক্ষার্থীসহ কমপক্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ রোববার সকালে মহাসড়কটির বঙ্গবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক আকরাম আলী খান (৫৫), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া (১৩) ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নূর মোহাম্মদ তোহা (১৪)।
তাদের বাড়ি পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম ও গোয়েশপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে স্কুলশিক্ষার্থীদের নিয়ে ভ্যানটি বঙ্গবাড়িয়ার দিকে যাচ্ছিল। এ সময় পাবনামুখী বাঁশবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান ও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে বাবু ও সাইদুলের অবস্থা আশঙ্কাজনক। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. আব্দুল খালেক দাবি করেন, মালবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর সময় একটি শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেন।
দুর্ঘটনার পর মহাসড়কটিতে দীর্ঘসময় যান চলাচল বন্ধ ছিল।
ঘটনাস্থল থেকে পাবনা সদর থানার এএসআই মো. মকবুল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে।
তিনি বলেন, ‘আমরা ব্যস্ত মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’







































































































































































































