ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রায় ছিড়ে ফেলার ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো ম্যাজিস্ট্রেটকে পুলিশে সোপর্দের হুমকি জজের নির্বাচনের দিনক্ষণ ঠিক না হওয়ায় জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে ভেঙে পড়ে: প্রধান বিচারপতি মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মেসি চীনের সঙ্গে কাজে কী ঝুঁকি- বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর হারাল ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি খতিব নিখোঁজের ঘটনায় টঙ্গীতে ইসকন বিরোধী বিক্ষোভ মাত্র ১৮ লাখ টাকায় ভাঙারির কাছে বিক্রি ‘মিনিস্টার বাড়ি’

অবশেষে চালু হলো শেকৃবির বিজয় ২৪ হলের ক্যান্টিন

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ১০:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৪৭৯ Time View

বিজয় ২৪ হল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

গরুর মাংসের ঝোল অন্য খাবারের সঙ্গে মেশানোর অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে ক্যান্টিন ম্যানেজারকে তিরস্কার ও বহিষ্কার করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয় ২৪ হল প্রশাসন ক্যান্টিন বন্ধ ঘোষণা করেছিল।

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সর্বশেষ সোমবার (১৩ অক্টোবর) রাতে একই ঘটনা পুনরাবৃত্তির জেরে ক্যান্টিন বন্ধ হয়ে যায়। হল প্রাধ্যক্ষ শনিবারের (১৮ অক্টোবর) মধ্যে ক্যান্টিন চালুর আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। এতে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছে যায়।

অন্য হলে গিয়ে খাবার খাওয়া, অতিরিক্ত অর্থ ও সময় ব্যয়, এবং অন্যান্য হলে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, আশ্বাস দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী ক্যান্টিন চালু না হওয়া হতাশাজনক।

অবশেষে নতুন ক্যান্টিন ম্যানেজার নিয়োগের পর আজ থেকে পুনরায় চালু হলো বিজয় ২৪ হলের ক্যান্টিন। সরেজমিনে দেখা যায়, ক্যান্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করে কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নতুন ক্যান্টিন ম্যানেজার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “আজ থেকে কার্যক্রম শুরু করছি। প্রথম কয়েকদিন হলের পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে এরপর পূর্ণ সক্ষমতায় ক্যান্টিন চালু হবে। শিক্ষার্থীদের যেকোনো অভিযোগ ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “খাবারের মানের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব থাকবে। ব্যবসাতে প্রফিট থাকবেই কিন্তু সুপার প্রফিট কোনোভাবেই ভালো নয়।”

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহিদুর রহমান বলেন, “এত স্বল্প সময়ে যোগ্য লোক খুঁজে পাওয়া ছিল চ্যালেঞ্জিং। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। নতুন ম্যানেজারকে হল প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।”

ম্যানেজার নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “ম্যানেজার নিয়োগ সম্পূর্ণ ফেয়ার হয়েছে। এখানে কারো কোনো প্রকার সুপারিশকে পাত্তা দেওয়া হয়নি। এই পর্যন্ত যত ফেয়ার কাজ হয়েছে সেই সবগুলো যোগ করলেও এই নিয়োগের মত ফেয়ার হবেনা।”

Please Share This Post in Your Social Media

অবশেষে চালু হলো শেকৃবির বিজয় ২৪ হলের ক্যান্টিন

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
Update Time : ১০:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

গরুর মাংসের ঝোল অন্য খাবারের সঙ্গে মেশানোর অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে ক্যান্টিন ম্যানেজারকে তিরস্কার ও বহিষ্কার করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয় ২৪ হল প্রশাসন ক্যান্টিন বন্ধ ঘোষণা করেছিল।

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সর্বশেষ সোমবার (১৩ অক্টোবর) রাতে একই ঘটনা পুনরাবৃত্তির জেরে ক্যান্টিন বন্ধ হয়ে যায়। হল প্রাধ্যক্ষ শনিবারের (১৮ অক্টোবর) মধ্যে ক্যান্টিন চালুর আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। এতে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছে যায়।

অন্য হলে গিয়ে খাবার খাওয়া, অতিরিক্ত অর্থ ও সময় ব্যয়, এবং অন্যান্য হলে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, আশ্বাস দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী ক্যান্টিন চালু না হওয়া হতাশাজনক।

অবশেষে নতুন ক্যান্টিন ম্যানেজার নিয়োগের পর আজ থেকে পুনরায় চালু হলো বিজয় ২৪ হলের ক্যান্টিন। সরেজমিনে দেখা যায়, ক্যান্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করে কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নতুন ক্যান্টিন ম্যানেজার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “আজ থেকে কার্যক্রম শুরু করছি। প্রথম কয়েকদিন হলের পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে এরপর পূর্ণ সক্ষমতায় ক্যান্টিন চালু হবে। শিক্ষার্থীদের যেকোনো অভিযোগ ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “খাবারের মানের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব থাকবে। ব্যবসাতে প্রফিট থাকবেই কিন্তু সুপার প্রফিট কোনোভাবেই ভালো নয়।”

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহিদুর রহমান বলেন, “এত স্বল্প সময়ে যোগ্য লোক খুঁজে পাওয়া ছিল চ্যালেঞ্জিং। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। নতুন ম্যানেজারকে হল প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।”

ম্যানেজার নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “ম্যানেজার নিয়োগ সম্পূর্ণ ফেয়ার হয়েছে। এখানে কারো কোনো প্রকার সুপারিশকে পাত্তা দেওয়া হয়নি। এই পর্যন্ত যত ফেয়ার কাজ হয়েছে সেই সবগুলো যোগ করলেও এই নিয়োগের মত ফেয়ার হবেনা।”