রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
- Update Time : ০৩:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৩৯ Time View
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যানচলাচল বন্ধ করে দিয়ে রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা।
দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক কিশোর নিহত হন। নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে দুপুর ১২ টার দিকে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
ডিসি মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।
শিক্ষার্থীদের দাবি করেন, সিফাত হত্যার বিচার করতে হবে; ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
তারা বলেন, নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।






































































































































































































