ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিনা শর্তে মাফ চাইলাম, তারপরও বাকি থাকল কোনটা বুঝি না: জামায়াত আমির লালবাগে রিয়াজ উদ্দিন মনির সমর্থনে র‍্যালি রায় ছিঁড়ে পছন্দের বিচারকের কাছে পুন: বিচারের জন্য পাঠালেন শরীয়তপুরের জেলা জজ জাতীয় নিরাপদ সড়ক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও র‍্যালি ব্যর্থ প্রশাসনের প্রতীক স্বরাষ্ট্র উপদেষ্টা : ব্যারিস্টার ফুয়াদ ভেঙে ফেলা হচ্ছে ‘মিনিস্টার বাড়ি’ সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ তিন দফা দাবিতে ৯ম দিনের অনশন, অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক পিআর নিয়ে নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না: জামায়াত

মোরেলগঞ্জে ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : ০৩:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ৫৯ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত কৃষকদের প্রত্যেককে ১১ প্যাকেট করে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির বীজ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। এ সময় তিনি বলেন, “রবি মৌসুমে শীতকালীন সবজির চাষাবাদ বাড়াতে কৃষকদের সহায়তা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে শীতকালীন সবজির চাষাবাদ সংক্রান্ত নানা ধরনের প্রযুক্তিগত পরামর্শ দেন।

বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে লাউ, বাটিশাক, লালশাক, বেগুন, মূলা ও পালংশাকসহ মোট নয় প্রকারের সবজির বীজ। স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এই সহায়তা তাদের শীতকালীন সবজি চাষে উৎসাহিত করবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকরা শীতকালীন সবজি চাষে আরও আগ্রহী হবেন এবং এলাকায় সবজির উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা রেজাউল করিম এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আশরাফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

মোরেলগঞ্জে ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
Update Time : ০৩:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত কৃষকদের প্রত্যেককে ১১ প্যাকেট করে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির বীজ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। এ সময় তিনি বলেন, “রবি মৌসুমে শীতকালীন সবজির চাষাবাদ বাড়াতে কৃষকদের সহায়তা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে শীতকালীন সবজির চাষাবাদ সংক্রান্ত নানা ধরনের প্রযুক্তিগত পরামর্শ দেন।

বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে লাউ, বাটিশাক, লালশাক, বেগুন, মূলা ও পালংশাকসহ মোট নয় প্রকারের সবজির বীজ। স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এই সহায়তা তাদের শীতকালীন সবজি চাষে উৎসাহিত করবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকরা শীতকালীন সবজি চাষে আরও আগ্রহী হবেন এবং এলাকায় সবজির উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা রেজাউল করিম এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আশরাফ প্রমুখ।