ব্রেকিং নিউজঃ
লালবাগে রিয়াজ উদ্দিন মনির সমর্থনে র্যালি
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৯৬৩ Time View
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরান ঢাকার লালবাগ-৭ আসনে একটি র্যালি হয়েছে। সাবেক ছাত্রনেতা নাসিরুদ্দিন পিন্টুর ভাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী রিয়াজ উদ্দিন আহমেদ মনির সমর্থনে এ র্যালিতে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় পাওয়ার লক্ষ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মঙ্গলবার দুপুরে র্যালি অনুষ্ঠিত হয়। লালবাগে অবস্থিত ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন মাঠ থেকে শুরু করে কিল্লার মোড় চকবাজার প্রদক্ষিণ করে সোয়ারীঘাটে গিয়ে র্যালিটি শেষ হয়।

র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্র নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনি বলেন, স্বৈরাচারের হাতে কারাবন্দি হয়ে জেলখানায় নির্মম হত্যার শিকার নাসিরুদ্দিন পিন্টুর রেখে যাওয়া স্বপ্ন পূরণে জনগণকে সাথে নিয়ে আমি লড়াই চালিয়ে যাব। দল আমাকে মনোনয়ন দিলে এলাকার উন্নয়নে কাজ করে যাব।






















































































































































































