লোহাগাড়ায় সেনা অভিযানে মুরগির খামার থেকে দেশীয় অস্ত্র-গুলিসহ গাঁজা উদ্ধার, আটক ১

- Update Time : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ২৮০ Time View
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পরিয়াদিলকুল এলাকায় একটি মুরগির খামারে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, গাঁজা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহিদুল ইসলাম মেম্বারের মালিকানাধীন মুরগির খামারে অভিযান চালানো হয়। অভিযান শেষে নিচের উল্লেখিত জিনিসপত্র উদ্ধার করা হয়:
২টি একনালা দেশীয় বন্দুক ৮টি তাজা কার্তুজ (এর মধ্যে ৩টি ব্যবহৃত) ১টি অস্ত্র পরিষ্কারক আনুমানিক ২০০ গ্রাম গাঁজা ১টি রামদা মাদকসেবনের সরঞ্জামাদি
অভিযানে খামারে কর্মরত মো. ইসমাইল হোসেন (৩২), পিতা: মো. ফিরোজ, গ্রাম: উত্তর হারবাং কলাতলী, থানা: লামা, জেলা: বান্দরবান—তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক ইসমাইল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এই অস্ত্র ও গুলির মালিক মো. আবুল হোসেন (৫০), পিতা: মরহুম আব্দুল আজিজ, গ্রাম:
পরিয়াদিলকুল, থানা: লোহাগাড়া, চট্টগ্রাম। আনুমানিক এক বছর আগে আবুল হোসেন এসব খামারে লুকিয়ে রাখেন।
অভিযানে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়