স্যালাইনে বিষ প্রয়োগে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত কমলকে গ্রেফতার করেছে পুলিশ
- Update Time : ০৭:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৭৭৪ Time View
রংপুরের গংগাচড়ায় স্যালাইনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিধবা নারীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত কমল চন্দ্র অধিকারী (২৮) কে গ্রেফতার করেছে র্যাব ১৩।
বুধবার(২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে ২১ অক্টোবর মঙ্গলবার রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জের গাড়াগ্রাম পশ্চিম দলিরাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলা সুত্রে জানা যায়, ভুক্তভোগি কৃষ্ণা রানীর স্বামী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পরে তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রি দলিল করে দেওয়ার কথা ছিল কমল চন্দ্র অধিকারীর। জমি রেজিষ্ট্রি করে যাতে দেওয়া না লাগে সেই পরিকল্পনা থেকে গত ৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় সুকৌশলে ভুক্তভোগি কৃষ্ণা রানীর শরীরে বিষ জাতীয় দ্রব্যাদি স্যালাইন ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে হত্যা করে।
এ ঘটনায় নিহত কৃষ্ণা রানীর পিতা বাদী হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার সুত্র ধরে র্যাব ১৩ হত্যা মামলার প্রধান অভিযুক্তকে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জের গাড়াগ্রাম পশ্চিম দলিরাম এলাকা থেকে কমল চন্দ্র অধিকারী কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কমল চন্দ্র অধিকারী গংগাচড়া থানার মনকষা এলাকার মনোরঞ্জন চন্দ্র অধিকারীর ছেলে।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গংগাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা সংশ্লিষ্ট থানা গ্রহণ করবে।












































































































































































































