পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট করুন ওয়াইফাই! জানুন দুর্দান্ত উপায়

- Update Time : ০৬:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৩৩ Time View
বাড়িতে অতিথি এলে বা দ্রুত কোথাও ওয়াইফাই সংযোগের প্রয়োজন হলে অনেকেই প্রথম প্রশ্ন করেন পাসওয়ার্ড কী। যদিও প্রায় সব ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড-সুরক্ষিত থাকে, তবুও রাউটার প্রস্তুতকারী কোম্পানিগুলো পাসওয়ার্ড ছাড়াই নেটওয়ার্কে লগ ইন করার জন্য কয়েকটি বিকল্প সুবিধা দিয়ে থাকে। তবে, মনে রাখা জরুরি—কারও অনুমতি ছাড়া ওয়াইফাই ব্যবহার করা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে।
১. ডব্লিউপিএস (WPS) ব্যবহার করে সংযোগ:
যেসব রাউটারে ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ বা WPS এনাবল থাকে, সেখানে পাসওয়ার্ড ছাড়াই সংযোগ করা যায়।
পদ্ধতি:
স্মার্টফোনে ‘Settings’ ওপেন করে ‘নেটওয়ার্ক’ বিভাগে ‘ওয়াইফাই’ নির্বাচন করুন।
‘Advanced Settings’ থেকে ‘Connect by WPS Button’ অপশনটি বেছে নিন।
এবার রাউটারে থাকা WPS বাটনটি ৩০ সেকেন্ড টিপে ধরে রাখুন।
বাটন চেপে ধরার পর স্বয়ংক্রিয়ভাবে ফোনটি ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যাবে। পরবর্তীতে ফোনটি প্রতিবারই নিজে থেকে এই রাউটারের সঙ্গে যুক্ত হতে পারবে।
২. রাউটারে ‘গেস্ট মোড’ এনাবল করে:
নির্দিষ্ট কিছু রাউটার ‘গেস্ট নেটওয়ার্ক’ তৈরি করার সুবিধা দেয়। এটি সাময়িকভাবে অতিথিকে ওয়াইফাই অ্যাকসেস দেওয়ার জন্য খুবই উপযোগী।
পদ্ধতি:
কম্পিউটারের ব্রাউজারে রাউটারের অ্যাড্রেস (সাধারণত ১৯২.১৬৮.০.১ বা ১৯২.১৬৮.১.১) লিখে এন্টার করুন।
ইউজারনেম ও পাসওয়ার্ড (সাধারণত ‘admin’) দিয়ে লগ ইন করুন।
ওয়াইফাই সেটিংস থেকে ‘Guest Network’ অপশনটি এনাবল করুন।
গেস্ট নেটওয়ার্কের একটি নাম (SSID) দিন এবং সিকিওরিটি ফাঁকা রাখুন। অতিথি সহজে এই নেটওয়ার্কে যুক্ত হতে পারবে।
৩. কিউআর (QR) কোডের মাধ্যমে ওয়াইফাই লগইন:
কিউআর কোড স্ক্যান করেও ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হওয়া সম্ভব, যদিও এটি সরাসরি পাসওয়ার্ড টাইপ করার চেয়ে তুলনামূলক জটিল।
ল্যাপটপ থেকে:
যাঁর ল্যাপটপ থেকে সংযোগ দেবেন, তিনি qrstuff.com ওয়েবসাইটে গিয়ে বাঁ দিকে ‘Wifi Login’ অপশনটি নির্বাচন করুন।
সেখানে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড ইনপুট দিন।
ডিসপ্লেতে আসা কিউআর কোডটি আপনার স্মার্টফোন থেকে স্ক্যান করে ‘Connect to this network’ অপশনটি নির্বাচন করুন।
স্মার্টফোন থেকে:
Play Store থেকে ‘WiFiKeyShare’ অ্যাপটি ইনস্টল করুন।
বন্ধুর স্মার্টফোনেও অ্যাপটি ইনস্টল করে তাঁকে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিতে বলুন।
বন্ধুর ফোনের ডিসপ্লেতে কিউআর কোড ভেসে উঠলে সেই কোড স্ক্যান করে ওয়াইফাই নেটওয়ার্কে লগ ইন করা যেতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন, যদিও এই পদ্ধতিগুলো বেশ কার্যকরী, তবে ওয়াইফাই ব্যবহারের আগে অবশ্যই নেটওয়ার্ক মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়