ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আমন্ত্রণ পেলে’ পুতিন–ট্রাম্প বৈঠকে যোগ দিতে প্রস্তুত জেলেনস্কি

আন্তজাতিক ডেস্ক 
  • Update Time : ১০:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২৬৯ Time View

ডনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

ট্রাম্প ও পুতিন দুইজনই এর আগে জানিয়েছিলেন, তারা ইউক্রেইন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক করার পরিকল্পনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমন্ত্রণ পেলে তিনি হাঙ্গেরিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে প্রস্তুত থাকবেন।

ট্রাম্প ও পুতিন দুইজনই গত বৃহম্পতিবার জানিয়েছিলেন, তারা ইউক্রেইন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক করার পরিকল্পনা করেছেন। সম্ভবত আগামী সপ্তাহগুলোতে এই বৈঠক হবে।

সোমবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, “আমাকে বুদাপেস্টে আমন্ত্রণ জানানো হলে- যদি এটি এমন আমন্ত্রণ হয়, যেখানে আমরা তিনজন দেখা করব কিংবা এটিকে যদি শাটল কূটনীতি বলা হয়, তাহলে এভাবে বা ওভাবে যেভাবেই হোক আমরা এতে রাজি থাকব।’

ট্রাম্প-পুতিন বৈঠকের জন্য হাঙ্গেরিকে বেছে নেওয়ার সমালোচনা করেছেন জেলেনস্কি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কথা উল্লেখ করে তিনি বলেন, অরবান ইউক্রেইনীয়দের জন্য ইতিবাচক কিছু করতে পারেন না। ভারসাম্যপূর্ণ কোনও অবদানও রাখতে পারেন না।

বুদাপেস্টের বৈঠকে জেলেনস্কি যোগ দেবেন কিনা সে বিষয়ে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, তিনি বৈঠকটিকে সবার জন্যই স্বাচ্ছন্দকর রাখতে চান।

তিনি বলেন, “আমরা তিনজনই বৈঠকে থাকতে পারি। আবার আলাদা বৈঠকও হতে পারে।” তিন নেতাকে একসঙ্গে হতে হবে বলেও ট্রাম্প উল্লেখ করেন।

গত বছর নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বারবারই বলেছিলেন, নির্বাচিত হলে তিনি কয়েকদিনের মধ্যেই ইউক্রেইনে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু ক্ষমতায় ফেরার পর অন্য যে কোনো কিছুর চেয়ে এ যুদ্ধ বন্ধ করা যে বেশ চ্যালেঞ্জের তা স্বীকার করে নেন তিনি।

Please Share This Post in Your Social Media

‘আমন্ত্রণ পেলে’ পুতিন–ট্রাম্প বৈঠকে যোগ দিতে প্রস্তুত জেলেনস্কি

আন্তজাতিক ডেস্ক 
Update Time : ১০:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ট্রাম্প ও পুতিন দুইজনই এর আগে জানিয়েছিলেন, তারা ইউক্রেইন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক করার পরিকল্পনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমন্ত্রণ পেলে তিনি হাঙ্গেরিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে প্রস্তুত থাকবেন।

ট্রাম্প ও পুতিন দুইজনই গত বৃহম্পতিবার জানিয়েছিলেন, তারা ইউক্রেইন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক করার পরিকল্পনা করেছেন। সম্ভবত আগামী সপ্তাহগুলোতে এই বৈঠক হবে।

সোমবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, “আমাকে বুদাপেস্টে আমন্ত্রণ জানানো হলে- যদি এটি এমন আমন্ত্রণ হয়, যেখানে আমরা তিনজন দেখা করব কিংবা এটিকে যদি শাটল কূটনীতি বলা হয়, তাহলে এভাবে বা ওভাবে যেভাবেই হোক আমরা এতে রাজি থাকব।’

ট্রাম্প-পুতিন বৈঠকের জন্য হাঙ্গেরিকে বেছে নেওয়ার সমালোচনা করেছেন জেলেনস্কি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কথা উল্লেখ করে তিনি বলেন, অরবান ইউক্রেইনীয়দের জন্য ইতিবাচক কিছু করতে পারেন না। ভারসাম্যপূর্ণ কোনও অবদানও রাখতে পারেন না।

বুদাপেস্টের বৈঠকে জেলেনস্কি যোগ দেবেন কিনা সে বিষয়ে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, তিনি বৈঠকটিকে সবার জন্যই স্বাচ্ছন্দকর রাখতে চান।

তিনি বলেন, “আমরা তিনজনই বৈঠকে থাকতে পারি। আবার আলাদা বৈঠকও হতে পারে।” তিন নেতাকে একসঙ্গে হতে হবে বলেও ট্রাম্প উল্লেখ করেন।

গত বছর নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বারবারই বলেছিলেন, নির্বাচিত হলে তিনি কয়েকদিনের মধ্যেই ইউক্রেইনে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু ক্ষমতায় ফেরার পর অন্য যে কোনো কিছুর চেয়ে এ যুদ্ধ বন্ধ করা যে বেশ চ্যালেঞ্জের তা স্বীকার করে নেন তিনি।