রংপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপন: নীতিনির্ধারণে নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ

- Update Time : ০৭:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১০৩ Time View
’সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’— এই প্রতিপাদ্যে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব পরিসংখ্যান এবং জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫’ উদ্যাপিত হয়েছে।
সোমবার (২০শে অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ আবু জাফর। জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রধান অতিথির বক্তৃতায় আবু জাফর বলেন, পরিসংখ্যান শুধু সংখ্যাগত সমষ্টি নয়, এটি একটি দেশের সামগ্রিক উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রতিচ্ছবি। দেশের উন্নয়ন ও নীতিনির্ধারণে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, নীতিনির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নে যেমন পরিসংখ্যানের ভূমিকা রয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নেও নির্ভুল পরিসংখ্যান সমভাবে গুরুত্বপূর্ণ। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বিষয়ভিত্তিক সঠিক তথ্য কার্যকর ভূমিকা পালন করবে। তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে বিভাগীয় কমিশনার বলেন, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও বিশ্লেষণ যত উন্নত হবে, প্রকাশিত পরিসংখ্যান তত গ্রহণযোগ্যতা পাবে। তিনি সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন তথ্য সংগ্রহে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, পরিসংখ্যান দিবস পালনের মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিসংখ্যানের গুরুত্বকে উপলব্ধি করতে পারি। সঠিক পরিসংখ্যানকে উন্নয়নের মাপকাঠি উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত অর্থনীতির জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য।
তিনি আরো বলেন, সঠিক পরিসংখ্যান ছাড়া একটি দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব নয়। নীতিনির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন সেক্টরের অগ্রগতি পরিমাপে পরিসংখ্যানের বিকল্প নেই। তিনি উন্নত বিশ্বের ন্যায় তথ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি অবলম্বনের পাশাপাশি নিয়মিত তথ্য হালনাগাদকরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা জান্নাত।
আলোচনা সভার শুরুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভিন্ন উইংয়ের কার্যক্রম সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপরিচালক রাজিব ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপূর্বে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়