ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী শ্রমিকদের মানববন্ধন

মো: হানিফ হোসেন,টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৬:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১১০ Time View

দুর্নীতি, নারী হয়রানি ও প্রশাসনিক অনিয়মের প্রতিবাদে এবং নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শারীরিক প্রতিবন্ধী শ্রমিক ও কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় টঙ্গী গাজীপুরের মৈত্রী স্টেশন রোডে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে অফিসে অনিয়ম, দুর্নীতি ও নারী কর্মীদের প্রতি অনৈতিক আচরণ করে আসছেন। তার এমন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রতিবন্ধী শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, “দুর্নীতিবাজ ও নারী লোভী এই পরিচালকের অপসারণ না হলে আমরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।

মানববন্ধনে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। বক্তারা প্রতিবন্ধী শ্রমিকদের সম্মান, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী শ্রমিকদের মানববন্ধন

মো: হানিফ হোসেন,টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৬:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

দুর্নীতি, নারী হয়রানি ও প্রশাসনিক অনিয়মের প্রতিবাদে এবং নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শারীরিক প্রতিবন্ধী শ্রমিক ও কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় টঙ্গী গাজীপুরের মৈত্রী স্টেশন রোডে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে অফিসে অনিয়ম, দুর্নীতি ও নারী কর্মীদের প্রতি অনৈতিক আচরণ করে আসছেন। তার এমন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রতিবন্ধী শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, “দুর্নীতিবাজ ও নারী লোভী এই পরিচালকের অপসারণ না হলে আমরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।

মানববন্ধনে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। বক্তারা প্রতিবন্ধী শ্রমিকদের সম্মান, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।