বড়ভিটায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোদাব্বেরের লিফলেট বিতরণ

- Update Time : ০১:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৪৯ Time View
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নীলফামারী-৪ (কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাংবাদিক মোদাব্বের হোসেন।
রবিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজার এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে মোদাব্বের হোসেন উপস্থিত লোকজনকে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।”
তিনি আরও বলেন, “এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আমি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলবেন। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে মসজিদ কেন্দ্রিক ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাই।”
এলাকার জনগণের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটিয়ে শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণকে তার প্রধান অগ্রাধিকার হিসাবে উল্লেখ করেন এই মনোনয়ন প্রত্যাশী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসানত চৌধুরী ব্রিটেন, মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব, জুয়েল, ওয়ার্ড বিএনপি নেতা আয়নাল হকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।