ব্রেকিং নিউজঃ
এশিয়া ও বিশ্বকাপে অধিনায়ক তামিম: বিসিবি সভাপতি

নওরোজ স্পোর্টস ডেস্ক
- Update Time : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৬৮ Time View
রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নারী দলের সঙ্গে টিম হোটেলে দেখা করতে যাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আমি একটা সিম্পল জিনিস বলে দিই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল।
তবু তিনি বললেন, ‘এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, তা তো আমি জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না, এই কথা বলার অবজেক্টিভটা কী। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলেছে, আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনিনি ওর অন্য কিছু আছে। যেটা লাগবে, করব আমরা। মানে, আমরা এক পায়ে খাড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার, আমরা করতে রাজি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়