ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বায়ু দূষণ রোধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন নওশাদ জমির

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৭:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৩২৩ Time View

পঞ্চগড়ে বায়ু দূষণ সমস্যা সমাধানে  স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে পরিকল্পনা দিয়েছেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির । বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর হাতে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে স্মারকলিপি তুলে দেন ব্যারিস্টার নওফেল জমির।

এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মাহফুজার রহমান বাবু, পঞ্চগড় পৌর বিএনপি’র সদস্য সামসুজ্জামান বিপ্লব, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক ও জেলা শ্রমিক দলের সংগঠনিক সম্পাদক আফতাব হোসেন সেলিম সহ জেলা থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিল। জানা গেছে পঞ্চগড়ে বায়ু দূষনের অন্যতম কারন হচ্ছে সড়কের পাশে যত্রতত্র বালু পাথর স্তুপ করে রাখা অনিয়ন্ত্রিত পরিবহন এবং পরিবহনের সময় সড়কে পড়ে যাওয়া অংশ।

বালু পরিবহন এবং পাথর ক্র্যাসিংয়ের সাথে জড়িত শ্রমিকরাই বায়ু দূষনে আক্রান্ত হচ্ছে। এতে নানাবিধ রোগে আক্রান্ত সহ প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড়ের বিভিন্ন সড়ক পরিদর্শন করে এসব সমস্যা উপলব্ধি করে প্রতিকার পেতে পঞ্চগড় জেলা প্রশাসনকে পাঁচটি কর্মপরিকল্পনা স্মারকলিপিতে উল্লেখ করে একটি গাইডলাইন এবং সংশ্লিস্টদের সচেতনতা তৈরি করতে জেলা প্রশাসনকে প্রদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। কর্মপরিকল্পনা ১ । পঞ্চগড়ের পাথর ও বালি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।  শ্রমিকদেরকে কাজের সময় মাস্ক হাতের গ্লাভস পায়ের বুট মাথায় হেলমেট ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করতে হবে। ২ । মূল সড়ক থেকে নিদৃস্ট দূরত্বে বালু এবং পাথরের স্তুপ করার সুনিদৃস্ট গাইডলাইন দেওয়া। ৩ । বালু এবং পাথর নির্ধারন করে একটি নিদৃস্ট গাইডলাইন দিতে হবে।  ৪ । পরিবহনের নির্ধারিত সময়ের পর তাদের ফেলে যাওয়া ধূলাবালি দ্রুততার সাথে পরিস্কার করতে হবে। ৫ । প্রতিটি বালুর ঘাট পাথরের পয়েন্ট ব্যবসায়ী এবং সংশ্লিস্ট এলাকার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মধ্যে সমন্বয় করে এমন একটি ইকো সিস্টেম দাঁড় করানো যাতে ইউনিয়ন পরিষদ পৌরসভা অস্থায়ী জনবল নিয়োগ দিয়ে সড়কগুলো নিয়মিত পরিস্কার করতে হবে।

পঞ্চগড় জেলা বাসীর পক্ষে ব্যারিস্টার নওশাদ জমিরের পরিকল্পনাগুলো বাস্তবায়নে জেলা প্রশাসক স্মারকলিপি পেয়ে তাৎক্ষনিক জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফকে নির্দেশনা দিয়ে দ্রুত কার্য্যকর প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক সাবেত আলী পরিকল্পনাগুলোকে সমর্থন জানান এবং ভবিষ্যতে এসব বিষয়ে কাজ করার কথা ব্যারিস্টার নওফেল জমিরকে অবহিত করেন। উপস্থিত বিএনপি’র নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান আমাদের নেতা ব্যারিস্টার নওশাদ জমির সব সময় পঞ্চগড় বাসীর কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি বিগত কয়েকদিন জেলার বিভিন্ন সড়ক ঘুরে বায়ুদুষন সমস্যাটি থেকে পঞ্চগড়বাসীকে বাঁচাতে জেলা প্রশাসনকে সমস্যা সমাধানের উপায় তুলে ধরেছেন ।

এসময় জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন রাস্তার দুপাশে যাতে বালির স্তুপ না করে এর জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আপনার পরামর্শ আমাদের কাজে লাগবে। আপনাদের সহযোগিতায় আমরা আরও অনেক কিছু পদক্ষেপ নিতে পারবো।

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে বায়ু দূষণ রোধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন নওশাদ জমির

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
Update Time : ০৭:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

পঞ্চগড়ে বায়ু দূষণ সমস্যা সমাধানে  স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে পরিকল্পনা দিয়েছেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির । বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর হাতে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে স্মারকলিপি তুলে দেন ব্যারিস্টার নওফেল জমির।

এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মাহফুজার রহমান বাবু, পঞ্চগড় পৌর বিএনপি’র সদস্য সামসুজ্জামান বিপ্লব, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক ও জেলা শ্রমিক দলের সংগঠনিক সম্পাদক আফতাব হোসেন সেলিম সহ জেলা থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিল। জানা গেছে পঞ্চগড়ে বায়ু দূষনের অন্যতম কারন হচ্ছে সড়কের পাশে যত্রতত্র বালু পাথর স্তুপ করে রাখা অনিয়ন্ত্রিত পরিবহন এবং পরিবহনের সময় সড়কে পড়ে যাওয়া অংশ।

বালু পরিবহন এবং পাথর ক্র্যাসিংয়ের সাথে জড়িত শ্রমিকরাই বায়ু দূষনে আক্রান্ত হচ্ছে। এতে নানাবিধ রোগে আক্রান্ত সহ প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড়ের বিভিন্ন সড়ক পরিদর্শন করে এসব সমস্যা উপলব্ধি করে প্রতিকার পেতে পঞ্চগড় জেলা প্রশাসনকে পাঁচটি কর্মপরিকল্পনা স্মারকলিপিতে উল্লেখ করে একটি গাইডলাইন এবং সংশ্লিস্টদের সচেতনতা তৈরি করতে জেলা প্রশাসনকে প্রদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। কর্মপরিকল্পনা ১ । পঞ্চগড়ের পাথর ও বালি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।  শ্রমিকদেরকে কাজের সময় মাস্ক হাতের গ্লাভস পায়ের বুট মাথায় হেলমেট ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করতে হবে। ২ । মূল সড়ক থেকে নিদৃস্ট দূরত্বে বালু এবং পাথরের স্তুপ করার সুনিদৃস্ট গাইডলাইন দেওয়া। ৩ । বালু এবং পাথর নির্ধারন করে একটি নিদৃস্ট গাইডলাইন দিতে হবে।  ৪ । পরিবহনের নির্ধারিত সময়ের পর তাদের ফেলে যাওয়া ধূলাবালি দ্রুততার সাথে পরিস্কার করতে হবে। ৫ । প্রতিটি বালুর ঘাট পাথরের পয়েন্ট ব্যবসায়ী এবং সংশ্লিস্ট এলাকার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মধ্যে সমন্বয় করে এমন একটি ইকো সিস্টেম দাঁড় করানো যাতে ইউনিয়ন পরিষদ পৌরসভা অস্থায়ী জনবল নিয়োগ দিয়ে সড়কগুলো নিয়মিত পরিস্কার করতে হবে।

পঞ্চগড় জেলা বাসীর পক্ষে ব্যারিস্টার নওশাদ জমিরের পরিকল্পনাগুলো বাস্তবায়নে জেলা প্রশাসক স্মারকলিপি পেয়ে তাৎক্ষনিক জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফকে নির্দেশনা দিয়ে দ্রুত কার্য্যকর প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক সাবেত আলী পরিকল্পনাগুলোকে সমর্থন জানান এবং ভবিষ্যতে এসব বিষয়ে কাজ করার কথা ব্যারিস্টার নওফেল জমিরকে অবহিত করেন। উপস্থিত বিএনপি’র নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান আমাদের নেতা ব্যারিস্টার নওশাদ জমির সব সময় পঞ্চগড় বাসীর কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি বিগত কয়েকদিন জেলার বিভিন্ন সড়ক ঘুরে বায়ুদুষন সমস্যাটি থেকে পঞ্চগড়বাসীকে বাঁচাতে জেলা প্রশাসনকে সমস্যা সমাধানের উপায় তুলে ধরেছেন ।

এসময় জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন রাস্তার দুপাশে যাতে বালির স্তুপ না করে এর জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আপনার পরামর্শ আমাদের কাজে লাগবে। আপনাদের সহযোগিতায় আমরা আরও অনেক কিছু পদক্ষেপ নিতে পারবো।