মাভাবিপ্রবিতে ধর্ষণবিরোধী বিক্ষোভ, দ্রুত ফাঁসির দাবি
- Update Time : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৪৪০ Time View
গাজীপুরের কালিয়াকৈরে আট বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আশা মনিকে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জয় কুমারের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ১০টার দিকে আব্দুল মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এমন জঘন্য ঘটনার বিচার দ্রুত না হলে সমাজে ধর্ষণের মতো অপরাধ আরও বাড়বে। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানান।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, “অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। আমরা কঠোর শাস্তি চাই।”
প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী শাহপরান শুভ বলেন, “এমন অপরাধীদের প্রতি দয়া দেখালে কেউ নিরাপদ থাকবে না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি।”
বিক্ষোভকারীরা একযোগে স্লোগান দেন—“ফাঁসি চাই”, “ধর্ষকের ফাঁসি চাই”, “জয়ের ফাঁসি চাই”। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান দ্রুত পদক্ষেপ নিতে এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের।
শিক্ষার্থীরা আরও জানান, দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন।














































































































































































